ভাগ্যক্রমে সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় পরিবারটি। তবে গাছটি রাস্তায় পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পথচারী থেকে যানবাহন—সবাইকে ভোগান্তির মুখে পড়তে হয়। খবর পেয়ে এলাকাবাসী নিজেরাই গাছ কাটার কাজে হাত লাগিয়েছেন। যদিও আশঙ্কা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে পাক ক্রিকেট খেলা হোক বলেছেন সৌরভ গাঙ্গুলী, তাতেই গর্জে উঠেছে ঝালদাবাসী!
advertisement
কারণ রাস্তাটির ধারে আরও বেশ কয়েকটি বড় গাছ রয়েছে, যেগুলোর নিচের মাটি ইতিমধ্যেই আলগা। সেগুলোও যে কোনও সময় একইভাবে পড়ে যেতে পারে, সেই চিন্তায় উদ্বিগ্ন স্থানীয়রা। যেহেতু রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম, তাই দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সকলে। একদিকে দুর্যোগের আবহাওয়া, অন্যদিকে ঝুঁকিপূর্ণ গাছ—এই পরিস্থিতিতে ভয় ও উদ্বেগে দিন কাটাচ্ছেন সৈয়দকাঠি ও আশপাশের বাসিন্দারা। এলাকাবাসী চাইছেন, অবিলম্বে সমস্ত ঝুঁকিপূর্ণ গাছ সরিয়ে নেওয়া হোক ও রাস্তা পরিষ্কার করে চলাচল স্বাভাবিক করা হোক। স্কুলপথ, বাজার ও জরুরি পরিষেবার যাতায়াত এই রাস্তা দিয়ে হওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়া ও সাধারণ মানুষ।