এদিকে রোগীদের গরমের হাত থেকে বাঁচাতে বড় স্ট্যান্ড ফ্যান দিয়েও মিলছে না সুরাহা। এই প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি এক রোগীর পরিজন বলেন, ওই ঘরটা খুব গরম। রাত ৯ টা-১০ টার পর থাকা যায় না। ফ্যান আছে, কিন্তু কোনও কাজ হচ্ছে না। তবে অবশেষে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই গরমের হাত থেকে রোগীদের রেহাই দিতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য যা করা হচ্ছে তা জানলে আপনারাও অবাক হবেন।
advertisement
আরও পড়ুন: এই কেন্দ্রে মনোনয়ন জমায় জোরদার প্রতিযোগিতা, একই দিনে তিন প্রার্থীর চমক
কালনা মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডের ছাদে গরম নিয়ন্ত্রণের জন্য পেতে দেওয়া হল ধানের খড়। তবে শুধু ধানের খড় নয়, খড়ের উপর জলও দেওয়া শুরু হয়েছে। রোগীদের কথা ভেবে পিডব্লিউডি-র ইঞ্জিনিয়ারদের পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস।
আরও পড়ুন: লেবং চা বাগান ঘিরে টি ট্যুরিজমের দাবি
বর্ষাকালে আবার হাসপাতালের ছাদ থেকে এই খড় সরিয়ে নেওয়া হবে। এই পদ্ধতিতে মানে ওই বিভাগে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে বলে দাবি করা হয়েছে। এদিকে ওই মহিলা বিভাগের ছাদের উপর স্থায়ী শেড করার জন্য স্বাস্থ্য ভবনে টাকার আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই টাকা মঞ্জুর হয়ে গেলেই স্থায়ী ছাউনি করে দেওয়া হবে।
বনোয়ারীলাল চৌধুরী