Tea Tourism: লেবং চা বাগান ঘিরে টি ট্যুরিজমের দাবি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Tea Tourism: দার্জিলিং ঘুরতে এসে খানিকটা আক্ষেপ থেকে যাচ্ছে তাদের। কেননা চা বাগানের মাঝে রাত কাটানোর জায়গা নেই। যেগুলি রয়েছে সেখানে থাকতে গেলে প্রচুর টাকার দরকার
দার্জিলিং: বেড়াতে গিয়ে ভিড় এড়িয়ে যারা একটু অন্যরকম জায়গায় থাকতে চান তাঁদের কাছে আদর্শ হতে পারে লেবং চা বাগান এলাকা। দার্জিলিঙের কাছেই রয়েছে এই অফবিট ঘোরার জায়গা। চা-বাগানের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তা। গাড়ি চলে যায় একেবারে। চা-বাগানে মেঘের খেলা। লেবং-এর চা বাগানগুলি দেখলে মন ভাল হয়ে যায়। চারিদিকে কেবল চা বাগান আর জঙ্গল। একেবারে অন্যরকম একটা আবহাওয়া। দার্জিলিংয়ে ঘুরতে এলে সাইট সিনের জন্য অনেকেই লেবং চা-বাগান এলাকায় ঘুরতে আসেন। যদিও সবাই এখানে থাকেন না।
দার্জিলিং ঘুরতে এসে খানিকটা আক্ষেপ থেকে যাচ্ছে তাদের। কেননা চা বাগানের মাঝে রাত কাটানোর জায়গা নেই। যেগুলি রয়েছে সেখানে থাকতে গেলে প্রচুর টাকার দরকার। তাই পর্যটকরা চান লেবং-এর চা বাগানে টি ট্যুরিজম গড়ে উঠুক। নদিয়া থেকে দার্জিলিং ঘুরতে এসে মইনুল আহসান বলেন, চা বাগানের মাঝে রাত কাটানোর ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু দার্জিলিঙে সে সুযোগ নেই। আমরা শহরের একটি হোটেলে রয়েছি। সেখান থেকে ঘুরতে এসেছি। তবে এখানে যদি চা বাগানের মাঝে একটি থাকার জায়গা হত। তাহলে কিন্তু ছুটি’টা জমিয়ে উপভোগ করতে পারতাম।
advertisement
advertisement
বাঁকুড়া থেকে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন শুভ্রতনু মন্ডল। তিনি বলেন, খুব স্বল্প সময়ের জন্য লেবং চা বাগানে এসেছি। দারুন উপভোগ করছি জায়গাটা। তবে এখানে চা বাগানের মাঝে যদি একটা থাকার জায়গা থাকত তাহলে দার্জিলিং শহরে না থেকে এখানেই থাকতাম। গরমের সময়ে এখন পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন হাজার দুই হাজার পর্যটকদের আগমন হয় এই চা বাগানে। এই চা বাগানে এসে নেপালি বস্ত্র পড়ে ছবিও তোলেন বহু মানুষ । চা বাগানকে ঘিরে দারুন আনন্দে কাটান সকলেই। তবে চা বাগানের মাঝে থাকার জায়গার অভাব বোধ করছেন পর্যটকরা। এই চা বাগাকে কেন্দ্র করে টি ট্যুরিজম গড়ে উঠলে পর্যটনের মানচিত্রে আলাদা মাত্রা যেভাবে বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 8:02 PM IST