Heat Wave: ভয়ঙ্কর গরমের মধ্যেই বাইরে বের হতে হবে? আপনার জন্য থাকছে এই ব্যবস্থা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Heat Wave: চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই তাপপ্রবাহের মধ্যে বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে বের না হওয়াই ভাল। তবুও জীবিকা ও নানান জরুরি প্রয়োজনে বহু মানুষকে বাইরে বের হতে হচ্ছে
দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেহাল অবস্থা। বেলা হলেই তাপপ্রবাহের জেরে মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না। আরও কিছুদিন এই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবু কাজের সূত্রে অনেককেই বাধ্য হয়ে দুপুরের দিকে বাইরে বের হতে হচ্ছে। তাঁদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাইরে বের হওয়ার অনুরোধ করল পুলিশ।
চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই তাপপ্রবাহের মধ্যে বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে বের না হওয়াই ভাল। তবুও জীবিকা ও নানান জরুরি প্রয়োজনে বহু মানুষকে বাইরে বের হতে হচ্ছে। এই পরিস্থিতিতে বাইরে বের হলে সারা শরীর ঢেকে-ঢুকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি সঙ্গে পর্যাপ্ত জল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে পথচারীদের সবাই হয়ে এগিয়ে এসেছে সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানার পুলিশ কর্মীরা।
advertisement
advertisement
কাশীনগরে অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভদীপ্ত আচার্য ও রায়দিঘি থানার আইসি দেবর্ষি সিনহার উপস্থিতিতে চলে এক সচেতনতা কর্মসূচি। সেখান থেকে তাঁরা সাধারণ মানুষজনকে তাপপ্রবাহ নিয়ে সচেতন করেন। এরপর গরমের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দিতে জলছত্রের উদ্বোধন করা হয়। সেখানে ছিল জল, বাতাসা। পথচলতি মানুষজনের জন্য এই পরিষেবা দেওয়া হচ্ছে।
advertisement
প্রচন্ড গরমে নাজেহাল সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত সাধারণ মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে বারণ করা হচ্ছে। তবুও কাজের তাগিদে অনেকেই বাইরে বের হচ্ছেন। তাঁদের জন্যই এই জলছত্র চালু থাকবে বলে জানা গিয়েছে। তীব্র গরমের মধ্যে একটু জল পেয়ে খুশি সাধারণ মানুষজন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এই দাবদাহ চলতে থাকলে জলছত্র আরও বেশিদিন খোলা থাকবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 6:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heat Wave: ভয়ঙ্কর গরমের মধ্যেই বাইরে বের হতে হবে? আপনার জন্য থাকছে এই ব্যবস্থা