Lok Sabha Election 2024: এই কেন্দ্রে মনোনয়ন জমায় জোরদার প্রতিযোগিতা, একই দিনে তিন প্রার্থীর চমক
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Lok Sabha Election 2024: মঙ্গলবার আসানসোলে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের হাতে নিজেদের মনোনয়ন পত্র জমা করেছেন তিন প্রার্থী
পশ্চিম বর্ধমান: ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সামনেই দ্বিতীয় দফা নির্বাচন। তবে দক্ষিণবঙ্গে নির্বাচন শুরু হবে মাস ঘুরলে। কিন্তু জোরদার প্রচার চলছে সব জায়গায়। পিছিয়ে নেই আসানসোলও। এরই মধ্যে মনোনয়ন পর্ব সম্পন্ন হল জেলায়। জুজুধান তিন প্রার্থী একই দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা করে এদিন নিজেদের মনোনয়নপত্র জমা করেন।
মঙ্গলবার আসানসোলে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের হাতে নিজেদের মনোনয়ন পত্র জমা করেছেন তিন প্রার্থী। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া এবং সিপিএম প্রার্থী জাহানারা খান নিজেদের মনোনয়নপত্র জমা দেন। নমিনেশন তুলে দিয়েছেন জেলাশাসকে এস পোন্নাবলমের হাতে। তার আগে তিন প্রার্থীর সঙ্গেই ছিল দলীয় শীর্ষ নেতা এবং কর্মী সমর্থকদের ভিড়।
advertisement
advertisement
এদিন স্ত্রী পুনম সিনহাকে সঙ্গে নিয়ে নিজের মনোনয়নপত্র জমা করেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতানেত্রীরা। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে দেখা গিয়েছে চমকদার শোভাযাত্রা। অন্যদিকে এদিন স্ত্রী মনিকা আলুওয়ালিয়াকে সঙ্গে নিয়ে নিজের মনোনয়নপত্র জমা করেছেন আসানসোলের বিজেপি প্রার্থী। তাঁর সঙ্গেও দলের শীর্ষ নেতাকর্মীদের দেখা গিয়েছে।
advertisement
এদিকে কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে এদিন মনোনয়নপত্র জমা দেন বাম প্রার্থী জাহানারা খান। আসানসোলের বিএনআর মোড় থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে জেলাশাসকের কার্যালয় পর্যন্ত যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। বাম প্রার্থীর মনোনয়ন জমা করতে যাওয়ার পর্বেও দলের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখা গিয়েছে। সবমিলিয়ে চমকদার শোভাযাত্রার মাধ্যমে একই দিনে নিজেদের মনোনয়নপত্র জমা করেছেন আসানসোলের তিন প্রার্থী।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 8:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: এই কেন্দ্রে মনোনয়ন জমায় জোরদার প্রতিযোগিতা, একই দিনে তিন প্রার্থীর চমক