TRENDING:

Purulia News: প্রান্তিক দরিদ্রদের মধ্যেও বাড়ছে জটিল রোগ! পুরুলিয়ার স্বাস্থ্য গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

এই ধরনের স্বাস্থ্য শিবির ও গবেষণা ভবিষ্যতে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: দীর্ঘদিন ধরেই চিকিৎসকদের মধ্যে একটি ধারণা প্রচলিত ছিল যে যাঁরা নিয়মিত কায়িক পরিশ্রম করেন বিশেষত গ্রামীণ ও প্রান্তিক এলাকার দিনমজুর শ্রেণীর মানুষজন তাঁদের মধ্যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মত অসংক্রামক জটিল রোগের ঝুঁকি তুলনামূলকভাবে কম। কিন্তু সাম্প্রতিক স্বাস্থ্য গবেষণা সেই ধারণাকে ক্রমশ চ্যালেঞ্জের মুখে ফেলছে। দক্ষিণ ভারতের পর এবার পশ্চিমবঙ্গেও উঠে আসছে উদ্বেগজনক তথ্য।
advertisement

রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ এলাকাগুলিতে দরিদ্র, দিনমজুর শ্রেণীর মানুষের মধ্যেও আশঙ্কাজনক হারে বাড়ছে সুগার ও হাই ব্লাড প্রেসারের মত রোগ। এর আগেও আসানসোলের একটি প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্য শিবির চলাকালীন এই ধরনের অসংক্রামক রোগের উপস্থিতি চোখে পড়েছিল। এবার একই রকম চাঞ্চল্যকর চিত্র ধরা পড়ল পুরুলিয়া জেলার রঘুনাথপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকায়।

আরও পড়ুন: ‘কোটিপতি’ হওয়ার লক্ষণ! শরীরের ঠিক এই জায়গায় তিল থাকলে জীবনে কখনও টাকার অভাব হবে না, ভাগ্যের রহস্য খুলে দেবে ছোট্ট তিল

advertisement

কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের আওতায় কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি’ এবং আসানসোলের বিশিষ্ট সমাজসেবী তথা ফুড এডুকেশন ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় রঘুনাথপুরে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

View More

রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই শিবিরে প্রায় শতাধিক প্রান্তিক এলাকার মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। যেখানে উপস্থিত ছিলেন, কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির নেতৃত্বে থাকা ইপ্সিত চক্রবর্তী ও সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু, অমিত বাউরি-সহ অন্যান্যরা।

advertisement

আরও পড়ুন: মুড বদল আবহাওয়ার! সকালে বৃষ্টি, মকর সংক্রান্তির আগে শীত বাড়বে নাকি কমবে? দক্ষিণবঙ্গে আবহাওয়ার আপডেট জানুন

শিবিরে অংশগ্রহণকারী বহু মানুষের শরীরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের লক্ষণ ধরা পড়ে, যা চিকিৎসক ও গবেষকদের যথেষ্ট উদ্বিগ্ন করেছে। বিষয়টি স্পষ্ট করে দিচ্ছে যে, শুধুমাত্র শারীরিক পরিশ্রমই সুস্থ থাকার একমাত্র মানদণ্ড নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

খাদ্যাভ্যাস, মানসিক চাপ, সচেতনতার অভাব ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অনুপস্থিতিও এই রোগ বৃদ্ধির অন্যতম কারণ। এই ধরনের স্বাস্থ্য শিবির ও গবেষণা ভবিষ্যতে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: প্রান্তিক দরিদ্রদের মধ্যেও বাড়ছে জটিল রোগ! পুরুলিয়ার স্বাস্থ্য গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল