TRENDING:

Health Camp: দুয়ারে হাজির চিকিৎসক, গ্রামে বসেই উন্নত চিকিৎসা

Last Updated:

Health Camp: বড়ঞা ব্লকের অন্তর্গত শ্রীহট্ট প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। চোখের ছানি থেকে ব্লাড প্রেসার মাপা, এমনকি শারীরিক সুস্থতা কেমন আছে তাও এদিন পরীক্ষা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: দুয়ারে সরকার পরিষেবাতে সফল হয়েছে রাজ্য সরকার। এবার সেই দুয়ারে সরকারের মত‌ই দুয়ারে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল বড়ঞা ব্লক স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ধরে ধরে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে।
advertisement

বড়ঞা ব্লকের অন্তর্গত শ্রীহট্ট প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। চোখের ছানি থেকে ব্লাড প্রেসার মাপা, এমনকি শারীরিক সুস্থতা কেমন আছে তাও এদিন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় এই শিবিরে। উপস্থিত ছিলেন বড়ঞা ব্লকের বিএম‌ওএইচ চিকিৎসক সৌমিক দাস সহ অন্যান্যরা।

আর‌ও পড়ুন: স্কুলের পাশেই জল ভর্তি বড় বড় গর্ত, সন্তানদের নিয়ে আতঙ্কে অভিভাবকরা

advertisement

সাধারণ মানুষের সুবিধার্থে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেছে রাজ্য। তাতে ব্যাপক সাফল্য মেলায় সেই নজির অনুসরণ করে একবারে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে ডাক্তার’ পরিষেবা চালু করেছিল রাজ্য সরকার। যার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম প্রত্যন্ত এলাকায় পৌঁছে মানুষের চিকিৎসা করে। স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, এই দিন এলাকার প্রায় ২০০০ মানুষ দুয়ারে ডাক্তার শিবিরে চিকিৎসা করিয়েছেন। সাধারণত চিকিৎসার জন্য তাঁদের অনেকেই বহরমপুরে বা অন্যত্র আসেন। তবে বাড়ির কাছে চিকিৎসকদের পেয়ে খুশি এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এভাবে শুধু একদিন ধরে ডাক্তার আনলে হবে না। তাঁরা প্রতি মাসে একবার করে দুয়ারে ডাক্তার শিবির করার দাবি জানিয়েছেন।

advertisement

View More

বড়ঞা ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক দাস জানান, এই শিবিরে ১২ রকমের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বড়ঞা ব্লকের বিভিন্ন পঞ্চায়েতেই এই দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন করা চলছে। সেখানে বহু মানুষ চিকিৎসা করিয়েছেন। ফলে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকে পাইলট প্রোজেক্ট হিসেবে করা হচ্ছে। সফল হলেই জেলা স্তরে ও রাজ্যে স্তরে করার পরিকল্পনা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Health Camp: দুয়ারে হাজির চিকিৎসক, গ্রামে বসেই উন্নত চিকিৎসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল