Parents Panic: স্কুলের পাশেই জল ভর্তি বড় বড় গর্ত, সন্তানদের নিয়ে আতঙ্কে অভিভাবকরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Parents Panic: বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়ারা এই গর্তের পাশেই খেলাধুলো করে। গর্ত পার করে জল খেতে ও মিড ডে মিলের খাবার খেতে যায়
মুর্শিদাবাদ: বিদ্যালয়ের পাশেই বড় গর্ত, সেই গর্তে থৈ থৈ করছে বৃষ্টির জল। এই গর্ত পেরিয়েই বিপজ্জনকভাবে ছোট ছোট পড়ুয়াদের যেতে হয় জল পান করতে ও মিড ডে মিলের খাবার খেতে। এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত ৯০ নম্বর তালিপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে মোট পড়ুয়ার সংখ্যা ১৫১ জন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফরাক্কার তালিপুর প্রাথমিক বিদ্যালয়ের উপর নির্ভর করে থাকে এলাকার পড়ুয়ারা। গত কয়েক মাস আগেই বিদ্যালয়ের পাশে নতুন একটি ঘর তৈরি করার জন্য এই গর্ত করা হয়। যদিও গত কয়েক মাস ধরেই সেই কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়ারা এই গর্তের পাশেই খেলাধুলো করে। গর্ত পার করে জল খেতে ও মিড ডে মিলের খাবার খেতে যায়। ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে অভিভাবকদের আশঙ্কা।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে অভিভাবকদের প্রশ্ন, কোনওরকমের দুর্ঘটনা ঘটলে তার দায়ী কে নেবে? বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সকলের মনে। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, গত কয়েক মাস আগে নতুন ঘর করার জন্যই এই গর্ত করা হয়েছিল। তারপর থেকে কোনও কারণে কাজ বন্ধ হয়ে যায়। এই বিষয়ে বিডিও অফিসে জানানো হলেও এখনও পর্যন্ত কেন কাজ শুরু হয়নি তা জানা যায়নি।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2024 3:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Parents Panic: স্কুলের পাশেই জল ভর্তি বড় বড় গর্ত, সন্তানদের নিয়ে আতঙ্কে অভিভাবকরা