গত ১৩ সেপ্টেম্বর ঘটনা শুরু হয়। হরিণঘাটার এক বয়স্ক মহিলা এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন। অভিযোগ, মেশিনের বোতাম কাজ না করায় দুই অভিযুক্ত সহযোগিতার নাম করে ওই মহিলার এটিএম কার্ড নিজেদের দখলে নেন। এরপর কৌশলে তাঁর থেকে পিন নম্বর জেনে নিয়ে নকল কার্ড মহিলার হাতে তুলে দেন। মহিলা কিছু বুঝে উঠতে না পারলেও বাড়ি ফেরার পরের দিনই চমকে ওঠেন। দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকার বেশি উধাও হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বাইক চালাচ্ছিলেন যুবক, হঠাৎ এলোপাথাড়ি কো*প! উৎসবের আবহে চাঞ্চল্যকর ঘটনা
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায়, একই ব্যক্তি শান্তিপুরের একটি সোনার দোকানে ওই মহিলার এটিএম কার্ড ব্যবহার করে গয়না কিনছেন। সূত্র ধরে পুলিশ শেষ পর্যন্ত সুবীর ও শুভমকে চিহ্নিত করে গ্রেফতার করে। তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় আশি হাজার নগদ টাকা, সোনার গয়না এবং দু’টি গাড়ি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে খবর, ধৃতদের এদিন কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আর কোন কোন এলাকায় এই প্রতারণা চালানো হয়েছে, তা খতিয়ে দেখবে পুলিশ। স্থানীয়দের মতে, দুই যুবক গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।