বাইক চালাচ্ছিলেন যুবক, হঠাৎ এলোপাথাড়ি কো*প! উৎসবের আবহে চাঞ্চল্যকর ঘটনা

Last Updated:

Young Man Stabbed: পুলিশ ও স্থানীয় সূত্রে দাবি, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুই বন্ধু বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। চলন্ত বাইকেই যুবককে এলোপাথারি কোপ মেরে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। ক্যানিংয়ে চাঞ্চল্য ছড়িয়েছে

ক্যানিং থানা
ক্যানিং থানা
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাসঃ ভরসন্ধ্যায় এক যুবককে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ। গুরুতর আহত ওই যুবকের নাম রেজাউল লস্কর। ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতে পাঙ্গাশখালী এলাকায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে দাবি, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুই বন্ধু রেজাউল লস্কর ও সাইফুদ্দিন সরদার বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। আচমকাই একটি বাইক তাঁদের পিছু ধাওয়া করে। রেজাউল বাইক চালাচ্ছিলেন। চলন্ত বাইকেই রেজাউলকে এলোপাথারি কোপ মেরে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ক্লাবের জায়গা দখল ঘিরে ক্যানিংয়ে ধুন্ধুমার! আহত উভয়পক্ষের অন্তত ১০, তুমুল উত্তেজনা এলাকায়
রক্তাক্ত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। এরপর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
এদিকে এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় হাজির হয়। ভরসন্ধ্যায় যুবককে এলোপাথাড়ি কোপানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি বলে খবর। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন সেটা তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাইক চালাচ্ছিলেন যুবক, হঠাৎ এলোপাথাড়ি কো*প! উৎসবের আবহে চাঞ্চল্যকর ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement