ক্লাবের জায়গা দখল ঘিরে ক্যানিংয়ে ধুন্ধুমার! আহত উভয়পক্ষের অন্তত ১০, তুমুল উত্তেজনা এলাকায়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Fight in Canning: সম্প্রতি এক ব্যক্তি ক্লাব সংলগ্ন জায়গা কেনেন। এরপর থেকেই তিনি ওই ক্লাবটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। মঙ্গলবার রাতে এই ক্লাবের জায়গা দখল ঘিরেই ক্যানিংয়ে সংঘর্ষ হয়
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাসঃ ক্লাবের জায়গা দখল কেন্দ্র করে সংঘর্ষ। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাতামারি গ্রামে দীর্ঘদিন ধরে একটি ক্লাব রয়েছে। সম্প্রতি ভোলানাথ নস্কর নামে এক ব্যক্তি সেই ক্লাব সংলগ্ন জায়গা কেনেন। এরপর থেকেই তিনি ওই ক্লাবটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ৭ লক্ষ দেশলাই কাঠিতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা! অবাক করা প্রতিমা দেখার অপেক্ষায় ব্যারাকপুর
ক্লাব সদস্যদের দাবি, ইতিমধ্যেই ক্লাবের একাধিক সদস্যদের নানা ধরণের মামলায় ফাঁসিয়েছেন। মঙ্গলবার বিকেলে জোর করে ক্লাবের জায়গা দখল করতে যান ভোলানাথ ও তাঁর অনুগামীরা। তখন গ্রামের মানুষজন ও ক্লাবের সদস্যরা বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সেই সঙ্গেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
advertisement
advertisement
এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। এদিকে আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 9:07 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্লাবের জায়গা দখল ঘিরে ক্যানিংয়ে ধুন্ধুমার! আহত উভয়পক্ষের অন্তত ১০, তুমুল উত্তেজনা এলাকায়