পাড়াগড় বাজারে রয়েছে বহু পুরানো একটি হনুমান মন্দির। যদিও এই হনুমান মন্দিরটি আগে ছিল ছোট্ট একটি চালা ঘরে। তবে পরে তৈরি করা হয় বিশাল একটি মন্দির। আর তারপর থেকেই এখানে বার্ষিক পুজো উপলক্ষে করা হয় বিশাল জাঁকজমক। মহিলাদের মঙ্গল কলস শোভাযাত্রা তারই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
আরও পড়ুন: প্রার্থীদের কাছে মথুরাপুরের মানুষের দাবি একটাই, আর কিচ্ছু চান না তাঁরা
advertisement
মন্দির কমিটির সদস্য তথা এই মন্দিরের এক সেবায়েত উমেশ মিশ্র বলছেন, এই মন্দিরের কিছু ভক্তদের উদ্যোগে এই মন্দিরটি তৈরি করা হয়। হনুমান মন্দিরের বার্ষিক পুজো পানাগড় এলাকার সবথেকে বড় উৎসবগুলির মধ্যে একটি। এই অনুষ্ঠানে এলাকার সমস্ত মানুষজন অংশগ্রহণ করেন। মঙ্গল কলস শোভাযাত্রায় ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মহিলারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সময় হাজির হন কয়েক হাজার মানুষ। আবার দিনভর চলে পুজো-পাঠ।
জানা গিয়েছে, এবারও মঙ্গল কলস শোভাযাত্রার মাধ্যমে পুজো শুরু হয়েছে। সারাদিন পুজো পাঠের পর রামনবমীর সন্ধেয় রয়েছে বিশেষ শোভাযাত্রা। রয়েছে খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা। তাছাড়াও পুজোপাঠের কর্মসূচিতে রয়েছে ইসকন কর্তৃপক্ষের ভজন-কীর্তন। তাছাড়াও বিশেষ ভাণ্ডারার ব্যবস্থাও থাকছে এখানে। মন্দিরের বার্ষিক পুজো উপলক্ষে গোটা পানাগড় বাজার সাজিয়ে তোলা হয়েছে। সেজে উঠেছে মন্দির। হাজার হাজার ভক্ত অটুট বিশ্বাস নিয়ে হাজির হয়েছেন মন্দিরে।
নয়ন ঘোষ