TRENDING:

Hanuman Puja: রামনবমীর দিনই ভক্ত হনুমানকে স্মরণ, মঙ্গল কলস নিয়ে কয়েকশো মহিলার শোভাযাত্রা

Last Updated:

Hanuman Puja: পাড়াগড় বাজারে রয়েছে বহু পুরানো একটি হনুমান মন্দির। যদিও এই হনুমান মন্দিরটি আগে ছিল ছোট্ট একটি চালা ঘরে। তবে পরে তৈরি করা হয় বিশাল একটি মন্দির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: সকাল সকাল বাজারের ব্যস্ত রাস্তায় মহিলাদের শোভাযাত্রা। মঙ্গল কলস নিয়ে শোভাযাত্রা কয়েকশো মহিলার। তবে এই বিশাল আয়োজন রামনবমী উপলক্ষে নয়। এই আয়োজন হনুমান মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে। কয়েকশো মহিলার মঙ্গল কলস শোভাযাত্রার মধ্যে দিয়ে হনুমান মন্দিরের পুজোর এই বিশাল আয়োজন চলে আসছে গত ২৫ বছর ধরে।
advertisement

পাড়াগড় বাজারে রয়েছে বহু পুরানো একটি হনুমান মন্দির। যদিও এই হনুমান মন্দিরটি আগে ছিল ছোট্ট একটি চালা ঘরে। তবে পরে তৈরি করা হয় বিশাল একটি মন্দির। আর তারপর থেকেই এখানে বার্ষিক পুজো উপলক্ষে করা হয় বিশাল জাঁকজমক। মহিলাদের মঙ্গল কলস শোভাযাত্রা তারই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

আর‌ও পড়ুন: প্রার্থীদের কাছে মথুরাপুরের মানুষের দাবি একটাই, আর কিচ্ছু চান না তাঁরা

advertisement

মন্দির কমিটির সদস্য তথা এই মন্দিরের এক সেবায়েত উমেশ মিশ্র বলছেন, এই মন্দিরের কিছু ভক্তদের উদ্যোগে এই মন্দিরটি তৈরি করা হয়। হনুমান মন্দিরের বার্ষিক পুজো পানাগড় এলাকার সবথেকে বড় উৎসবগুলির মধ্যে একটি। এই অনুষ্ঠানে এলাকার সমস্ত মানুষজন অংশগ্রহণ করেন। মঙ্গল কলস শোভাযাত্রায় ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মহিলারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সময় হাজির হন কয়েক হাজার মানুষ। আবার দিনভর চলে পুজো-পাঠ।

advertisement

View More

জানা গিয়েছে, এবারও মঙ্গল কলস শোভাযাত্রার মাধ্যমে পুজো শুরু হয়েছে। সারাদিন পুজো পাঠের পর রামনবমীর সন্ধেয় রয়েছে বিশেষ শোভাযাত্রা। রয়েছে খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা। তাছাড়াও পুজোপাঠের কর্মসূচিতে রয়েছে ইসকন কর্তৃপক্ষের ভজন-কীর্তন। তাছাড়াও বিশেষ ভাণ্ডারার ব্যবস্থাও থাকছে এখানে। মন্দিরের বার্ষিক পুজো উপলক্ষে গোটা পানাগড় বাজার সাজিয়ে তোলা হয়েছে। সেজে উঠেছে মন্দির। হাজার হাজার ভক্ত অটুট বিশ্বাস নিয়ে হাজির হয়েছেন মন্দিরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hanuman Puja: রামনবমীর দিনই ভক্ত হনুমানকে স্মরণ, মঙ্গল কলস নিয়ে কয়েকশো মহিলার শোভাযাত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল