TRENDING:

East Medinipur News: আগামী প্রজন্মকে স্বনির্ভর করে তুলতে হাতে-কলমে হস্তশিল্পের প্রশিক্ষণ

Last Updated:

হাতে-কলমে হস্তশিল্পের শিক্ষা দিতে ভারত সরকারের হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার এই কর্মশালার আয়োজন করেছে। স্কুল পড়ুয়াদের হাতে-কলমে শেখানো হচ্ছে হস্তশিল্প কী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: ভারত তথা গ্রাম বাংলার হস্তশিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্ম এতে অনেকটাই আগ্রহ হারিয়েছে। আর তাই হস্তশিল্পে বর্তমান প্রজন্মকে আগ্রহী করে তুলতে স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে দেখানো হচ্ছে হস্তশিল্পের বিভিন্ন কাজ। হস্তশিল্প বাঁচাতে পটাশপুরে হচ্ছে ক্র্যাফট ডেমনস্ট্রেশন কাম অ্যাওয়ারনেস প্রোগ্র্যাম।
advertisement

আরও পড়ুন: হলুদ নয়, কালো আদা চাষ করে চমক কৃষকের! আয় বিপুল

হাতে-কলমে হস্তশিল্পের শিক্ষা দিতে ভারত সরকারের হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার এই কর্মশালার আয়োজন করেছে। স্কুল পড়ুয়াদের হাতে-কলমে শেখানো হচ্ছে হস্তশিল্প কী। এই কর্মশালা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ ব্লকের শ্রীরামপুর হরপ্রসাদ হাইস্কুলে। বর্তমানে পড়াশোনা করে ছাত্র-ছাত্রীরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কেউ সরকারি চাকুরীজীবী হতে চায়। হাতে-কলমে কাজ শিখেও যে স্বনির্ভর হওয়া যায় বা জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় তা বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে।

advertisement

বাংলা তথা ভারতে হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্রের কদর দেশ-বিদেশে আছে। বর্তমান সময়েও হস্তশিল্পের নানান সামগ্রী তৈরি করে বহু মানুষ তাঁদের জীবন জীবিকা খুঁজে নিয়েছে। এমনকি এই হস্তশিল্পের মাধ্যমে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠা লাভ করেছেন অনেকে। তবুও হস্তশিল্পে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে একপ্রকার অনীহা দেখা দিয়েছে। তাই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে হস্তশিল্পে আগ্রহ বাড়াতে স্কুলে স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আগামী দিনে হস্তশিল্পের গুরুত্ব বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। ভারত সরকারের হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টারের পড়ুয়ারা হাতে কলমে স্কুল ছাত্র-ছাত্রীদের শেখাচ্ছে হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য। বিভিন্ন ধরনের হস্তশিল্পের সামগ্রী তৈরি করার প্রশিক্ষণ পেয়ে খুশি শ্রীরামপুর হরপ্রসাদ হাইস্কুলের পড়ুয়ারাও। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: আগামী প্রজন্মকে স্বনির্ভর করে তুলতে হাতে-কলমে হস্তশিল্পের প্রশিক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল