আরও পড়ুন: হলুদ নয়, কালো আদা চাষ করে চমক কৃষকের! আয় বিপুল
হাতে-কলমে হস্তশিল্পের শিক্ষা দিতে ভারত সরকারের হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টার এই কর্মশালার আয়োজন করেছে। স্কুল পড়ুয়াদের হাতে-কলমে শেখানো হচ্ছে হস্তশিল্প কী। এই কর্মশালা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ ব্লকের শ্রীরামপুর হরপ্রসাদ হাইস্কুলে। বর্তমানে পড়াশোনা করে ছাত্র-ছাত্রীরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কেউ সরকারি চাকুরীজীবী হতে চায়। হাতে-কলমে কাজ শিখেও যে স্বনির্ভর হওয়া যায় বা জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় তা বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে।
advertisement
বাংলা তথা ভারতে হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্রের কদর দেশ-বিদেশে আছে। বর্তমান সময়েও হস্তশিল্পের নানান সামগ্রী তৈরি করে বহু মানুষ তাঁদের জীবন জীবিকা খুঁজে নিয়েছে। এমনকি এই হস্তশিল্পের মাধ্যমে ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠা লাভ করেছেন অনেকে। তবুও হস্তশিল্পে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে একপ্রকার অনীহা দেখা দিয়েছে। তাই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে হস্তশিল্পে আগ্রহ বাড়াতে স্কুলে স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগামী দিনে হস্তশিল্পের গুরুত্ব বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। ভারত সরকারের হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টারের পড়ুয়ারা হাতে কলমে স্কুল ছাত্র-ছাত্রীদের শেখাচ্ছে হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য। বিভিন্ন ধরনের হস্তশিল্পের সামগ্রী তৈরি করার প্রশিক্ষণ পেয়ে খুশি শ্রীরামপুর হরপ্রসাদ হাইস্কুলের পড়ুয়ারাও। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারা।
সৈকত শী