দুর্গাপুরে আয়োজন করা হয়েছে হস্তশিল্প প্রতিযোগিতার। যেখানে প্রায় ১০৯ জন হস্তশিল্পী অংশগ্রহণ করেছেন। নিজেদের তৈরি হস্তশিল্পের সামগ্রী প্রদর্শন করেছেন তারা। সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন জেলাশাসক এস পোন্নাবলম। তখনই তাঁকে দুর্গাপুর হাট নিয়ে সমস্যাগুলি সম্পর্কে প্রশ্ন করা হয়। উত্তরে জেলাশাসক জানিয়েছেন, যে সমস্যাগুলি রয়েছে, সেগুলি নিয়ে বৈঠক হবে। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ব্রেক কষলে শব্দ হয়? শখের বাইক ঠিক রাখতে মানুন এই টিপস, আজীবন নতুন থাকবে
মূলত শিল্পীদের অভিযোগ, তারা নিয়মিত দুর্গাপুর হাটে আসেন। তারা নিজেদের হস্তসামগ্রী তুলে দিতে চান ক্রেতাদের হাতে। কিন্তু দুর্গাপুর হাট সম্পর্কে এখনও অনেকেই খুব বিশেষ জানেন না। ফলে প্রচারের অভাবে এখানে ক্রেতাদের তেমন দেখা পাওয়া যায় না। ফাঁকা পড়ে থাকে এলাকাটি। ফলে হাটে এসে খুব বেশি লক্ষীলাভ হয় না বিক্রেতা তথা শিল্পীদের।
আরও পড়ুন: পিছলে পড়ার ভয় থাকবে না, বাথরুমে এক জিনিসেই বাজিমাত! শুষে নেবে রেডিয়েশনও
এছাড়াও দুর্গাপুর সিটি সেন্টার থেকে এই হাটে যাওয়ার জন্য যাতায়াতের কিছু সমস্যাও রয়েছে। যেটি অন্যতম বড় কারণ এখানে ক্রেতাদের না আসার ক্ষেত্রে। জেলা শাসক এই বিষয়ে আশ্বাস দিয়েছেন, সমস্ত বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট দফতরের কর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। বিশেষ বৈঠক করা হবে। সেই বৈঠক থেকে এই হাটের সমস্যার সমাধান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি এই হাট যাতে মানুষের মন কেড়ে নিতে পারে, যাতে আরও বেশি দৃষ্টিনন্দন হয়, সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক।
নয়ন ঘোষ