Bike Hacks: ব্রেক কষলে শব্দ হয়? শখের বাইক ঠিক রাখতে মানুন এই টিপস, আজীবন নতুন থাকবে

Last Updated:
Bike: যদি নতুন কোনও আওয়াজ বাইকে দেখা দেয়, তা সেই বাইকারের কাছে যেমন বিরক্তির, তেমনি চিন্তার। এই সমস্যা প্রায় সমস্ত বাইকারদের সামনেই আসে।
1/9
*বাইকপ্রেমীদের কাছে, বাইক দ্বিতীয় গার্লফ্রেন্ডের মতো। বাইকের আওয়াজ তাঁদের কাছে অন্যতম প্রিয় শব্দ। কিন্তু হঠাৎ করেই যদি নতুন কোনও আওয়াজ বাইকে দেখা দেয়, তা সেই বাইকারের কাছে যেমন বিরক্তির, তেমনই চিন্তার। আর এই সমস্যা প্রায় সমস্ত বাইকারদের সামনেই আসে। সংগৃহীত ছবি। 
*বাইকপ্রেমীদের কাছে, বাইক দ্বিতীয় গার্লফ্রেন্ডের মতো। বাইকের আওয়াজ তাঁদের কাছে অন্যতম প্রিয় শব্দ। কিন্তু হঠাৎ করেই যদি নতুন কোনও আওয়াজ বাইকে দেখা দেয়, তা সেই বাইকারের কাছে যেমন বিরক্তির, তেমনই চিন্তার। আর এই সমস্যা প্রায় সমস্ত বাইকারদের সামনেই আসে। সংগৃহীত ছবি। 
advertisement
2/9
*বিশেষ করে ব্রেক ধরলে অদ্ভুত বাজে আওয়াজ শোনা যায়। যাতে বাইক চালক তো বটেই, আশপাশের অনেকেই বিরক্ত হন। কিন্তু কেন ব্রেক ধরলেই এমন আওয়াজ হয়? সমাধান কোথায়? জেনে নিন সহজে... সংগৃহীত ছবি। 
*বিশেষ করে ব্রেক ধরলে অদ্ভুত বাজে আওয়াজ শোনা যায়। যাতে বাইক চালক তো বটেই, আশপাশের অনেকেই বিরক্ত হন। কিন্তু কেন ব্রেক ধরলেই এমন আওয়াজ হয়? সমাধান কোথায়? জেনে নিন সহজে... সংগৃহীত ছবি। 
advertisement
3/9
*আমরা কমবেশি সকলেই জানি, ব্রেকিং প্যাড অর্থাৎ ব্রেক শু'তে কোনও সমস্যা দেখা দিলে, এই ধরনের আওয়াজ বেশি শোনা যায়। কিন্তু কীভাবে সমস্যা আসে ব্রেকিং প্যাডে? জানিয়েছেন একটি বাইক শোরুমের উচ্চপদে কর্মরত অটোমোবাইল ইঞ্জিনিয়ার পলাশ সিনহা। সংগৃহীত ছবি। 
*আমরা কমবেশি সকলেই জানি, ব্রেকিং প্যাড অর্থাৎ ব্রেক শু'তে কোনও সমস্যা দেখা দিলে, এই ধরনের আওয়াজ বেশি শোনা যায়। কিন্তু কীভাবে সমস্যা আসে ব্রেকিং প্যাডে? জানিয়েছেন একটি বাইক শোরুমের উচ্চপদে কর্মরত অটোমোবাইল ইঞ্জিনিয়ার পলাশ সিনহা। সংগৃহীত ছবি। 
advertisement
4/9
*পলাশ জানিয়েছেন, এই সমস্যা বিশেষ করে দেখা যায় বর্ষাকালের পরে। কারণ এই সময় ব্রেকিং প্যাডে ঢুকে যায় বালি। ঝড়, বৃষ্টি, কাদায় বাইকাররা বাইক নিয়ে বেরিয়ে পড়েন। সংগৃহীত ছবি। 
*পলাশ জানিয়েছেন, এই সমস্যা বিশেষ করে দেখা যায় বর্ষাকালের পরে। কারণ এই সময় ব্রেকিং প্যাডে ঢুকে যায় বালি। ঝড়, বৃষ্টি, কাদায় বাইকাররা বাইক নিয়ে বেরিয়ে পড়েন। সংগৃহীত ছবি। 
advertisement
5/9
*কিন্তু তখন বাইক চালাতে গিয়ে ব্রেক শু'তে ঢুকে যায় ট ছোট বালিকনা। এরপর আসতে আসতে ব্রেকিং প্যাডে থাকা বালিগুলি শুকিয়ে যায়। ফলে সেগুলি শক্ত করে তোলে ব্রেক শু। তার ফলে ব্রেক ধরলেই জোরালো আওয়াজ হয়। সংগৃহীত ছবি। 
*কিন্তু তখন বাইক চালাতে গিয়ে ব্রেক শু'তে ঢুকে যায় ট ছোট বালিকনা। এরপর আসতে আসতে ব্রেকিং প্যাডে থাকা বালিগুলি শুকিয়ে যায়। ফলে সেগুলি শক্ত করে তোলে ব্রেক শু। তার ফলে ব্রেক ধরলেই জোরালো আওয়াজ হয়। সংগৃহীত ছবি। 
advertisement
6/9
*এমন পরিস্থিতির সৃষ্টি হলে অবশ্যই ব্রেক শু পরিষ্কার করতে হবে। যদি ব্রেক শু পরিষ্কার করার পদ্ধতি জানা না থাকে, তাহলে অবশ্যই বাইক সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। যদি বালি কনা লেগে থাকার ফলে তা নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে দ্রুত বদল করতে হবে। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। সংগৃহীত ছবি। 
*এমন পরিস্থিতির সৃষ্টি হলে অবশ্যই ব্রেক শু পরিষ্কার করতে হবে। যদি ব্রেক শু পরিষ্কার করার পদ্ধতি জানা না থাকে, তাহলে অবশ্যই বাইক সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। যদি বালি কনা লেগে থাকার ফলে তা নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে দ্রুত বদল করতে হবে। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। সংগৃহীত ছবি। 
advertisement
7/9
*পলাশ জানিয়েছেন, যদি খারাপ রাস্তায় বেশিরভাগ সময় বাইক চালানো হয়, তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। কারণ খারাপ রাস্তায় বাইক চালাতে গিয়ে বারবার ব্রেক ধরতে হয়। এর ফলে ব্রেকিং প্যাডে থাকা স্প্রিংগুলি আলগা হয়ে যায়। সংগৃহীত ছবি। 
*পলাশ জানিয়েছেন, যদি খারাপ রাস্তায় বেশিরভাগ সময় বাইক চালানো হয়, তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। কারণ খারাপ রাস্তায় বাইক চালাতে গিয়ে বারবার ব্রেক ধরতে হয়। এর ফলে ব্রেকিং প্যাডে থাকা স্প্রিংগুলি আলগা হয়ে যায়। সংগৃহীত ছবি। 
advertisement
8/9
*ব্রেকিং ড্রামের সঙ্গে ঘষা খায় ব্রেকিং প্যাডগুলি। যার ফলে বাজে আওয়াজ হয়। এই সমস্যার সমাধান করতে হলে, ব্রেকিং প্যাড বদল করতে হবে। এ ছাড়াও যদি ব্রেকিং প্যাড বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে ধরলে বাজে আবার শোনা যায়। সংগৃহীত ছবি। 
*ব্রেকিং ড্রামের সঙ্গে ঘষা খায় ব্রেকিং প্যাডগুলি। যার ফলে বাজে আওয়াজ হয়। এই সমস্যার সমাধান করতে হলে, ব্রেকিং প্যাড বদল করতে হবে। এ ছাড়াও যদি ব্রেকিং প্যাড বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে ধরলে বাজে আবার শোনা যায়। সংগৃহীত ছবি। 
advertisement
9/9
*এমন পরিস্থিতি হলে বাইক সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ব্রেকিং প্যাড বদল করতে হবে। আবার শীতকালে দীর্ঘ সময় ধরে বাইক না চালালে, ব্রেকিং প্যাড শক্ত হয়ে যায়। তখনও এমন আওয়াজ হতে পারে। ফলে শীতকালে দীর্ঘ কয়েক দিন ধরে বাইক না চালিয়ে রাখা যাবে না বলে পরামর্শ দিয়েছেন তিনি। সংগৃহীত ছবি।
*এমন পরিস্থিতি হলে বাইক সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ব্রেকিং প্যাড বদল করতে হবে। আবার শীতকালে দীর্ঘ সময় ধরে বাইক না চালালে, ব্রেকিং প্যাড শক্ত হয়ে যায়। তখনও এমন আওয়াজ হতে পারে। ফলে শীতকালে দীর্ঘ কয়েক দিন ধরে বাইক না চালিয়ে রাখা যাবে না বলে পরামর্শ দিয়েছেন তিনি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement