Bathroom: পিছলে পড়ার ভয় থাকবে না, বাথরুমে এক জিনিসেই বাজিমাত! শুষে নেবে রেডিয়েশনও
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Bathroom: বিখ্যাত একটি টাইলস উৎপাদন কারখানা বাম জমানায় জমি কিনেছিল পানাগড় শিল্পতালুকে।
পানাগড়, পশ্চিম বর্ধমান : এবার নিশ্চিন্তে বাথরুমে লাগাতে পারেন এই টাইলস। ভয় থাকবে না পড়ে যাওয়ার। আবার এমনও টাইলস রয়েছে, যা শুষে নিতে পারে ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত রেডিয়েশন। পূর্ব ভারতের প্রথম টাইলস উৎপাদন কারখানা। যা তৈরি হয়েছে পানাগড় শিল্প তালুকে। ইতিমধ্যেই শুরু হয়েছে উৎপাদন। যদিও উৎপাদন শুরুর আগে এক দশকের বেশি সময় লেগেছে এই পর্যায়ে আসতে।
উল্লেখ্য, বিখ্যাত একটি টাইলস উৎপাদন কারখানা বাম জমানায় জমি কিনেছিল পানাগড় শিল্পতালুকে। ২০১২ সাল থেকে শুরু হয় কারখানা তৈরীর প্রথম ধাপের কাজ। ২০২৩ সালের শেষের দিকে এসে শুরু হয়েছে উৎপাদন। ৬৬ একর জমি নিয়ে গড়ে উঠেছে এই বিশাল টাইলস উৎপাদন কারখানা। পূর্ব ভারতে এই প্রথম কোনও সংস্থা টাইলস উৎপাদন করছে। ফলে এখন থেকে রাজ্যের আর কোনও টাইলস ব্যবসায়ীকে বাইরে যেতে হবে না। তাদের খরচ কমবে অনেকটা। অন্যদিকে পড়শী রাজ্যগুলির ব্যবসায়ীরাও এর ফলে উপকৃত হবেন।
advertisement
ইতিমধ্যেই, প্রতিদিন ১৮ হাজার মেট্রিক স্কোয়ার টাইলস উৎপাদন করছে এই সংস্থাটি। সম্প্রতি সংস্থাটি একটি টাইলস প্রদর্শনীর আয়োজন করেছিল। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নিত্যনতুন ধরনের টাইলস তারা উৎপাদন করছেন। বিভিন্ন নতুন ধরনের ডিজাইনের টাইলস রয়েছে তাদের কাছে। যা সহজে ক্রেতাদের নজর কাড়বে। একইসঙ্গে তাদের কাছে রয়েছে বিশেষ ধরনের টাইলসও।
advertisement
advertisement
আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন? শুভেন্দুকে পাল্টা জবাব দিয়ে বিরাট দাবি নওশাদের!
সংস্থা কর্তারা বলছেন, বাথরুমে টাইলস লাগাতে গিয়ে অনেকেই নানা রকম চিন্তা করেন। কারণ স্লিপ করে পড়ে যাওয়ার ভয় পান। কিন্তু তারা এমন ধরনের টাইলস তৈরি করেছেন, যেখানে স্লিপ করে পড়ে যাওয়ার ভয় থাকবে না। ফলে এই টাইলস নিশ্চিন্তে লাগানো যাবে বাথরুমে। আবার তারা আরও একটি নতুন ধরনের টাইলস তৈরি করেছেন। যেটা শুষে নিতে পারে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশন।
advertisement
আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রথম সারির চাকরিপ্রার্থীরাই কাউন্সিলিংয়ে অনুপস্থিত! নিলেন না চাকরি
ফলে এই ধরনের টাইলসের চাহিদা বাড়বে হাসপাতালগুলিতে। এমনটাই আশা করছেন সংস্থার কর্তারা। সব মিলিয়ে পানাগড় শিল্পতালকে গড়ে ওঠা এই টাইলস কারখানা যেমন রাজ্যের বিভিন্ন ব্যবসায়ীদের ব্যাপকভাবে সুবিধা করে দেবে, তেমন ভাবেই হাতের কাছে অনেক রকম টাইলসের সম্ভার পাবেন রাজ্যের মানুষ। একইসঙ্গে অনেক কর্মসংস্থান তৈরি হবে বলো আশা করা হচ্ছে।
advertisement
—— Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 4:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bathroom: পিছলে পড়ার ভয় থাকবে না, বাথরুমে এক জিনিসেই বাজিমাত! শুষে নেবে রেডিয়েশনও