Bathroom: পিছলে পড়ার ভয় থাকবে না, বাথরুমে এক জিনিসেই বাজিমাত! শুষে নেবে রেডিয়েশনও

Last Updated:

Bathroom: বিখ্যাত একটি টাইলস উৎপাদন কারখানা বাম জমানায় জমি কিনেছিল পানাগড় শিল্পতালুকে।

+
এই

এই মার্বেলেই বাজিমাত

পানাগড়, পশ্চিম বর্ধমান : এবার নিশ্চিন্তে বাথরুমে লাগাতে পারেন এই টাইলস। ভয় থাকবে না পড়ে যাওয়ার। আবার এমনও টাইলস রয়েছে, যা শুষে নিতে পারে ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত রেডিয়েশন। পূর্ব ভারতের প্রথম টাইলস উৎপাদন কারখানা। যা তৈরি হয়েছে পানাগড় শিল্প তালুকে। ইতিমধ্যেই শুরু হয়েছে উৎপাদন। যদিও উৎপাদন শুরুর আগে এক দশকের বেশি সময় লেগেছে এই পর্যায়ে আসতে।
উল্লেখ্য, বিখ্যাত একটি টাইলস উৎপাদন কারখানা বাম জমানায় জমি কিনেছিল পানাগড় শিল্পতালুকে। ২০১২ সাল থেকে শুরু হয় কারখানা তৈরীর প্রথম ধাপের কাজ। ২০২৩ সালের শেষের দিকে এসে শুরু হয়েছে উৎপাদন। ৬৬ একর জমি নিয়ে গড়ে উঠেছে এই বিশাল টাইলস উৎপাদন কারখানা। পূর্ব ভারতে এই প্রথম কোনও সংস্থা টাইলস উৎপাদন করছে। ফলে এখন থেকে রাজ্যের আর কোনও টাইলস ব্যবসায়ীকে বাইরে যেতে হবে না। তাদের খরচ কমবে অনেকটা। অন্যদিকে পড়শী রাজ্যগুলির ব্যবসায়ীরাও এর ফলে উপকৃত হবেন।
advertisement
ইতিমধ্যেই, প্রতিদিন ১৮ হাজার মেট্রিক স্কোয়ার টাইলস উৎপাদন করছে এই সংস্থাটি। সম্প্রতি সংস্থাটি একটি টাইলস প্রদর্শনীর আয়োজন করেছিল। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নিত্যনতুন ধরনের টাইলস তারা উৎপাদন করছেন। বিভিন্ন নতুন ধরনের ডিজাইনের টাইলস রয়েছে তাদের কাছে। যা সহজে ক্রেতাদের নজর কাড়বে। একইসঙ্গে তাদের কাছে রয়েছে বিশেষ ধরনের টাইলসও।
advertisement
advertisement
সংস্থা কর্তারা বলছেন, বাথরুমে টাইলস লাগাতে গিয়ে অনেকেই নানা রকম চিন্তা করেন। কারণ স্লিপ করে পড়ে যাওয়ার ভয় পান। কিন্তু তারা এমন ধরনের টাইলস তৈরি করেছেন, যেখানে স্লিপ করে পড়ে যাওয়ার ভয় থাকবে না। ফলে এই টাইলস নিশ্চিন্তে লাগানো যাবে বাথরুমে। আবার তারা আরও একটি নতুন ধরনের টাইলস তৈরি করেছেন। যেটা শুষে নিতে পারে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশন।
advertisement
ফলে এই ধরনের টাইলসের চাহিদা বাড়বে হাসপাতালগুলিতে। এমনটাই আশা করছেন সংস্থার কর্তারা। সব মিলিয়ে পানাগড় শিল্পতালকে গড়ে ওঠা এই টাইলস কারখানা যেমন রাজ্যের বিভিন্ন ব্যবসায়ীদের ব্যাপকভাবে সুবিধা করে দেবে, তেমন ভাবেই হাতের কাছে অনেক রকম টাইলসের সম্ভার পাবেন রাজ্যের মানুষ। একইসঙ্গে অনেক কর্মসংস্থান তৈরি হবে বলো আশা করা হচ্ছে।
advertisement
—— Nayan Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bathroom: পিছলে পড়ার ভয় থাকবে না, বাথরুমে এক জিনিসেই বাজিমাত! শুষে নেবে রেডিয়েশনও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement