Nawsad Siddique: অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন? শুভেন্দুকে পাল্টা জবাব দিয়ে বিরাট দাবি নওশাদের!

Last Updated:

Nawsad Siddique: বঙ্গ বিজেপির ডাকা জোট নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ''লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে।''

নওশাদের বড় দাবি
নওশাদের বড় দাবি
কলকাতা: রাজ্য রাজনীতিতে নয়া মোড়। আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন নওশাদ সিদ্দিকী? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে কি এবার রাজনীতিতে নয়া কৌশল? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যেও তেমনই ইঙ্গিত মিলেছিল। সম্প্রতি তিনি কাউকে দাঁড় করিয়ে হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে শুধু শুভেন্দুই নয়, কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্যেও কৌশলের ইঙ্গিত মিলেছিল। যদিও শুভেন্দুর সেই ‘জোট’-বার্তাকে হেলায় উড়িয়ে দিলেন নওশাদ।
বঙ্গ বিজেপির ডাকা জোট নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ”লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে।” ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার যে ডাক দিয়েছেন, তা তিনি একাই লড়বেন। কেন্দ্রে বিজেপিকে হারানোর জন্য যেমন লড়াই চলবে, ঠিক তেমনই রাজ্যে নো ভোট টু তৃণমূল ও বিজেপি লড়াই চলবে।
advertisement
advertisement
পাশাপাশি গতকাল ভাঙড়ে আরাবুলের বিবৃতি প্রসঙ্গে নওশাদ বলেন, ”আরাবুল ইসলামের কালচার তিনি তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল তাকে দল থেকে বহিস্কার করা। আমি ভাঙড় সহ বিভিন্ন জেলার মা বোনেদের জন্য লড়াই করি। তাই ডায়মন্ডহারবারের মা বোনেরা আমাকে ফুল, মালা দিয়ে বরণ করে নেবেন।”
advertisement
আগামী বছর লোকসভা নির্বাচন। দীপাবলি, বড়দিনের উৎসবের রেশ কাটতে না কাটতেই তাই রাজ্যের ৪২ আসনে হতে চলা মহারণের প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শাসক হোক কিংবা বিরোধী, যে যে লোকসভা আসনগুলোতে থাকছে বাড়তি নজর, তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে দুবারের সাংসদ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও সম্ভবত তিনিই প্রার্থী হবেন। রবিবারই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাফ জানিয়ে দেন, দল অনুমোদন দিলে তিনি ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে লড়বেন। বর্তমান সাংসদকে প্রাক্তন করার চ্যালঞ্জও ছুঁড়ে দেন নওশাদ। এর আগে, শনিবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল, ”ডায়মন্ড হারবারে অন্য লোককে দাঁড় করিয়ে হারাব। বিজেপিকে জেতাব।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nawsad Siddique: অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন? শুভেন্দুকে পাল্টা জবাব দিয়ে বিরাট দাবি নওশাদের!
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement