শিল্পীর বিশ্ব বিখ্যাত হবার কারণ হল দ্রুত গতিতে ছবি আঁকার দক্ষতা। আর এই দক্ষতার যেরে তিনি ওয়াল্ড গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করেছেন। চোখের পলকে ছবি আঁকার অসামান্য দক্ষতা। সোশ্যাল মাধ্যমেও দারুন জনপ্রিয় শিল্পী রবীন বর। যে কারও নাম অর্থাৎ সিগনেচার’কে মুহূর্তে একটি ছবি বানিয়ে দেওয়ার দক্ষতা রয়েছে শিল্পীর। শিল্পী রবিন বরের নামে রয়েছে চার থেকে পাঁচটি বিশ্বরেকর্ড।
advertisement
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। অবাক করার মতই বটে, একই সঙ্গে দুটি হাত ও একটি পায়ের সাহায্যে তিনটি আলাদা আলাদা ছবি আকার দক্ষতা। এখানেই শেষ নয়, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যে কৃতিত্বের কারণে। তা হল, মাত্র ৩ মিনিট সময়ে ২/৩ ফুট কাগজে ৩০ টি ছবি অঙ্কন করা। অসামান্য প্রতিভার জেরে পরপর বিশ্বরেকর্ড এর অধিকারী শিল্পী রবিন বর।
তিনি স্পিড পেইন্টার হিসাবে বিশ্ব দরবারে সম্মানিত হয়েছেন হাওড়ার শিল্পী রবিন বর ৷ শৈশব কাটে হাওড়ার আমতায়। যদিও বর্তমানে দেশে-বিদেশে তথা রাজ্যের বাইরে কাটে। তার লাইভ চিত্র অংকন এবং ছবির প্রদর্শনী দেখার জন্য আগ্রহী থাকে মানুষ। অতি দ্রুততার সঙ্গে পেইন্টিং করার জন্য বাংলার শিল্পী রবিন বরের নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ৷
রবিন বর চিত্রকলা ও ভাস্কর্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। একাধিকবার বিশ্বসেরা সম্মান তাঁর দখলে। তাঁর ঝুলিতে রয়েছে ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডস, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস। এ প্রসঙ্গে শিল্পী রবিন বর জানান, মানুষ যেভাবে ছবি আঁকেন ছবি দেখেন যেভাবে ছবি প্রদর্শনী অনুষ্ঠানে তার থেকে এটি একটু আলাদা। স্টেজ প্রোগ্রাম এর মাধ্যমে একটি বিনোদনমূলক প্রদর্শনী। বালি, আগুন, সিগনেচার বা সই এর মাধ্যমে ছবি।
Rakesh Maity