Brave Civic Volunteer: ঝাঁ ঝাঁ করে এগিয়ে আসছে ট্রেন, কিন্তু মহিলা যে ট্র্যাকে পড়ে গেলেন দেখার পর নিজের প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপাল সিভিক ভলেন্টিয়ার

Last Updated:

Brave Civic Volunteer: মাথা ঘুরে রেল লাইনে পড়লেন বৃদ্ধা! চলন্ত ট্রেনের সামনে থেকে বাঁচালেন সিভিক ভলেন্টিয়ার

প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
দক্ষিণ ২৪ পরগনা: পথচারীর প্রাণ বাঁচালেন সিভিক হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন এক বয়স্ক মহিলা। রেললাইন পার হওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। সেই সময় রেললাইন ধরে ট্রেন আসছিল। স্টেশনে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার দ্রুত লাইনে ছুটে গিয়ে ওই ভদ্রমহিলাকে উদ্ধার করে। সিভিক ভলেন্টিয়ার এর তৎপরতায় এভাবে প্রাণ বাঁচল এক পথচারীর।ঘটনাটি ঘটেছে ঘুটিয়ারি শরিফ স্টেশনে। পুলিশ জানিয়েছে ওই মহিলার নাম নেপালি গুড়িয়া নস্কর। তাঁর বাড়ি ক্যানিং থানার তালদি এলাকায়।
পুলিশ সূত্রের খবর, এদিন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে ঘুটিয়ারি শরিফ স্টেশন রোডে ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়ার ফারাজ আলি মোল্লা। সেই সময় নেপালি গুড়িয়া নস্কর ঘুটিয়ারি শরিফ হাসপাতালে চিকিৎসককে দেখিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি যখন রেললাইন পার হচ্ছিলেন তখন ঘুটিয়ারি শরিফ স্টেশনে ট্রেন ঢুকছে। হঠাৎই তিনি মাথা ঘুরে রেল লাইনে পড়ে যান।
advertisement
advertisement
তখনই কর্তব্যরত ওই সিভিক ছুটে গিয়ে রেললাইন থেকে ওই মহিলাকে কোলে তুলে নিয়ে দ্রুত সরে যান। পরে অন্যান্য পথচারীদের সহযোগিতা নিয়ে ওই মহিলাকে টোটোতে করে ঘুটিয়ারি শরিফ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাস বলেন, ওই সিভিকভলেন্টিয়ার যেভাবে নিজের জীবন বিপন্ন করে পথচারীর জীবন রক্ষা করেছেন তার জন্য আমরা গর্বিত।
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Brave Civic Volunteer: ঝাঁ ঝাঁ করে এগিয়ে আসছে ট্রেন, কিন্তু মহিলা যে ট্র্যাকে পড়ে গেলেন দেখার পর নিজের প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপাল সিভিক ভলেন্টিয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement