Husband Wife Love: রাতে ঘর থেকে বেরোতেই সর্বনাশ! পায়ে ছোবল বসাল সাপ, বউয়ের পায়ে মুখ লাগিয়ে স্বামী এ কী করলেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Husband Wife Love: রাতে বউ ঘর থেকে বাইরে পা রাখতেই সর্বনেশে চিৎকার
advertisement
advertisement
advertisement
মুখ থেকে বিষ চুষে নেনস্ত্রীর চিৎকার শুনে শামশাদ সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে৷ ভয়ে কেঁপে যাননি তিনি৷ বরং ভাবতে থাকেন প্রাণের থেকে প্রিয় স্ত্রীকে কীভাবে বাঁচাবেন৷ প্রথমে সাপের কামড়ের জায়গায় একটি কাপড় শক্ত করে বেঁধে দেন যাতে বিষ শরীরে না ছড়িয়ে পড়ে। তারপর হাত দিয়ে রক্ত চেপে ফিল্মি স্টাইলে মুখ থেকে বিষ চুষে দেন৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশের বান্দা জেলার চিল্লা থানা এলাকার শাদি মদনপুর গ্রামে এক স্বামী তাঁর বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়ে সাপের কামড়ে কাতর স্ত্রীর জীবন বাঁচিয়েছেন। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বাড়িতে পাঠানো হয়। Photo- Representative