আরও পড়ুন: সেন রাজাদের কুলদেবী কল্যানেশ্বরীর পুজোয় পড়শি রাজ্যের ভক্তদের ঢল
পুলিশের সৌজন্যে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন কলা চাষি মহম্মদ আলি হোসেন মণ্ডল। উদ্ধার করা কলার কাঁদিগুলি ফের ওই চাষির হাতে তুলে দেয় গোপালনগর থানার পুলিশ। গোপালনগর থানার পোলতা সুন্দরপুর এলাকায় কলা চুরির এই কাজটি ঘটছিল। রাতের অন্ধকারে যখন এই দুষকর্ম হচ্ছিল সেই সময় পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি। পুলিশকর্মীরা গাড়ির ভেতর থেকে সবকিছু দেখে ফেলেন। তারপরই ধরা পড়ার হাত থেকে বাঁচতে চোরের দল কলা বোঝাই গাড়ি রেখে চম্পট দেয়। অত রাতে কলার গাড়িটি দেখে সন্দেহ হয়। ফলে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর খবর দেওয়া হয় চাষি মহম্মদ আলি হোসেন মণ্ডলকে। চুরি যাওয়া কলার কাঁদিগুলি জমির মালিক ওই চাষির হাতে তুলে দেয় পুলিশ।
advertisement
এই প্রসঙ্গে মহম্মদ আলি হোসেন জানান, রাত ৯ টা পর্যন্ত নিজের জমিতেই ছিলেন। তারপর বাড়ি চলে যান। সকালে নিজের জমিতে গিয়ে দেখেন কলাগাছগুলিতে একটিও কলার কাঁদি নেই এবং জমিতে গাড়ির চাকার দাগ। বুঝতে পারেন কে বা কারা তাঁর জমি থেকে কাঁদিগুলো কেটে নিয়ে চলে গিয়েছে। এরপরই থানা থেকে খবর আসে একটি গাড়ি আটক করা হয়েছে এবং তাতে কলা বোঝাই করা ছিল। থানাতে গেলে উদ্ধার হাওয়া কলার কাঁদি তাঁর হাতে তুলে দেয় গোপালনগর থানার পুলিশ। ওই চাষি বলেন, এখন কলা কাটার সময় হয়নি। তার আগেই এগুলি কাটা হয়েছে বলে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। তবে কলার কাঁদিগুলি ফিরে পেয়ে সেগুলি বেচে কিছুটা হলেও ক্ষতিপূরণ হবে বলে তিনি জানান। এই ঘটনায় তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
রুদ্রনারায়ণ রায়