Kali Puja 2023: সেন রাজাদের কুলদেবী কল্যানেশ্বরীর পুজোয় পড়শি রাজ্যের ভক্তদের ঢল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
মন্দিরটি প্রায় ৫০০ থেকে ৭০০ বছরের পুরনো। দেবী কল্যাণেশ্বরী সেন রাজ বংশের কুলদেবতা ছিলেন। সেন রাজ বংশের রাজা কল্যাণী প্রসাদের হাতে দেবী কল্যাণেশ্বরীর প্রতিষ্ঠা হয়
পশ্চিম বর্ধমান: কালীপুজো উপলক্ষে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন। আজও অনেক ব্যবসায়ী বছরের প্রথম দিন এই মন্দিরের পুজো দিয়ে নতুন খাতা শুরু করেন। আর কালী পুজোর দিন তো কথাই নেই। প্রত্যেক বছর বিশেষ পুজোর আয়োজন করা হয় আসানসোলের বিখ্যাত এই মন্দিরে। এবারও তার অন্যথা হয়নি। রাত ৯ টার পর থেকে শুরু হয় পুজো। চলে গভীর রাত পর্যন্ত। পুজো শেষে ভক্তদের খাওয়ানো হয়েছে ভোগপ্রসাদ।
আসানসোলের এই মন্দিরের প্রধান পুরোহিতের বংশধর জানান, মন্দিরটি প্রায় ৫০০ থেকে ৭০০ বছরের পুরনো। দেবী কল্যাণেশ্বরী সেন রাজ বংশের কুলদেবতা ছিলেন। সেন রাজ বংশের রাজা কল্যাণী প্রসাদের হাতে দেবী কল্যাণেশ্বরীর প্রতিষ্ঠা হয়। তারপর থেকে এখানে পুজো হয়ে আসছে। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে কোনও মনস্কামনা জানালে তা কখনও অপূর্ণ থাকে না।
advertisement
advertisement
মনস্কামনা পূরণের উদ্দেশ্যে প্রত্যেকদিন এই মন্দিরে বহু ভক্তদের ভিড় হয়। শনি, মঙ্গলবার ভিড় থাকে সবচেয়ে বেশি। তাছাড়া বিশেষ বিশেষ তিথিগুলিতে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। কল্যাণেশ্বরী মন্দিরে কালীপুজোর দিন শুধু পশ্চিম বর্ধমান বা বাংলার মানুষ নন, বিহার এবং ঝাড়খন্ড থেকেও বহু ভক্তরা এখানে পুজো দিতে আসেন। এমনকি দেশের বাইরে থেকেও বেশ কিছু ভক্ত মাঝে মধ্যে আসেন বলে জানিয়েছেন প্রধান পুরোহিত।
advertisement
কালীপুজোর দিন গভীর রাত পর্যন্ত বিশেষ পুজো হয়। সন্ধের পর থেকে ভক্তদের ভিড় জমতে থাকে। রাত একটা-দেড়টা পর্যন্ত চলে পুজো। তারপর মন্দিরের বাইরে হয় দেবীর বিশেষ ভাণ্ডারা। মন্দিরে আগত সমস্ত ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। দেবী কল্যানেশ্বরীর কাছে নিজের মনস্কামনা জানিয়ে যান ভক্তরা। মনস্কামনা পূরণ হলে মানতপূরণ করতে আসেন। কালীপুজোর দিন এই মন্দিরে আজও বলি প্রথা প্রচলিত রয়েছে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 2:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: সেন রাজাদের কুলদেবী কল্যানেশ্বরীর পুজোয় পড়শি রাজ্যের ভক্তদের ঢল