West Medinipur News: চারকোল থেকে টেরাকোটা, সব শিল্পকর্মেই সিদ্ধহস্ত নবম শ্রেণির পড়ুয়া

Last Updated:

বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শুভজিৎ কর। ছোট থেকেই তার ছবি আঁকায় আগ্রহ। শুধু রং তুলিতে ছবি আঁকা নয়, চারকোল, গ্লাস পেন্টিং এমনকি টেরাকোটার কাজে দক্ষ হয়ে উঠেছে এই পড়ুয়া

+
title=

পশ্চিম মেদিনীপুর: ছোট থেকেই ছবি আঁকার প্রতি নেশা। মায়ের আঁকা দেখে আরও আগ্রহ বাড়ে ছবি আঁকার প্রতি। ধীরে ধীরে তালিম নিতে শুরু করে শুভজিৎ কর। বর্তমানে নবম শ্রেণির এই ছাত্রের শিল্পকর্মের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকার মাওয়ার বাসিন্দা শুভজিৎ। বর্তমান একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সে। ছোট থেকেই তার ছবি আঁকায় আগ্রহ। শুধু রং তুলিতে ছবি আঁকা নয়, চারকোল, গ্লাস পেন্টিং এমনকি টেরাকোটার কাজে দক্ষ হয়ে উঠেছে এই পড়ুয়া। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও সম্মান কুড়িয়েছে নবম শ্রেণির এই ছাত্র। ৬ বছর বয়স থেকে ছবি আঁকার তালিম নেওয়া শুরু করে শুভজিৎ।
advertisement
advertisement
বিদ্যালয়ের চাপ সামলে যখনই সময় পায় বসে পড়ে রং তুলি দিয়ে। সাদা ক্যানভাসে রঙিন তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে অনন্য সব শিল্পকর্ম। শুভজিতের বাবা ব্যবসায়ী, মা গৃহবধূ। জয়েন্ট ফ্যামিলিতে বসবাসকার। তবে পরিবারে বেশি সদস্য থাকা তার পড়াশোনার পাশাপাশি শিল্পকর্মে বাধা সৃষ্টি করেনি। সবকিছুতেই সে পাশে পায় মা’কে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সম্মানিত এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে শুভজিৎ। ছবি আঁকার পাশাপাশি ফুটবল খেলা এবং শরীরচর্চা পছন্দ করে সে। তবে আগামীতে চায় ছবি আঁকা নিয়ে পড়াশুনা করতে। আঁকা ছবি পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে সে। ছেলের এই সাফল্যে গর্বিত তার বাবা-মা’ও।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: চারকোল থেকে টেরাকোটা, সব শিল্পকর্মেই সিদ্ধহস্ত নবম শ্রেণির পড়ুয়া
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement