West Medinipur News: চারকোল থেকে টেরাকোটা, সব শিল্পকর্মেই সিদ্ধহস্ত নবম শ্রেণির পড়ুয়া
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শুভজিৎ কর। ছোট থেকেই তার ছবি আঁকায় আগ্রহ। শুধু রং তুলিতে ছবি আঁকা নয়, চারকোল, গ্লাস পেন্টিং এমনকি টেরাকোটার কাজে দক্ষ হয়ে উঠেছে এই পড়ুয়া
পশ্চিম মেদিনীপুর: ছোট থেকেই ছবি আঁকার প্রতি নেশা। মায়ের আঁকা দেখে আরও আগ্রহ বাড়ে ছবি আঁকার প্রতি। ধীরে ধীরে তালিম নিতে শুরু করে শুভজিৎ কর। বর্তমানে নবম শ্রেণির এই ছাত্রের শিল্পকর্মের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: কালীপুজোর মেলায় কোটি টাকার বিকিকিনি!
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকার মাওয়ার বাসিন্দা শুভজিৎ। বর্তমান একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সে। ছোট থেকেই তার ছবি আঁকায় আগ্রহ। শুধু রং তুলিতে ছবি আঁকা নয়, চারকোল, গ্লাস পেন্টিং এমনকি টেরাকোটার কাজে দক্ষ হয়ে উঠেছে এই পড়ুয়া। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও সম্মান কুড়িয়েছে নবম শ্রেণির এই ছাত্র। ৬ বছর বয়স থেকে ছবি আঁকার তালিম নেওয়া শুরু করে শুভজিৎ।
advertisement
advertisement
বিদ্যালয়ের চাপ সামলে যখনই সময় পায় বসে পড়ে রং তুলি দিয়ে। সাদা ক্যানভাসে রঙিন তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে অনন্য সব শিল্পকর্ম। শুভজিতের বাবা ব্যবসায়ী, মা গৃহবধূ। জয়েন্ট ফ্যামিলিতে বসবাসকার। তবে পরিবারে বেশি সদস্য থাকা তার পড়াশোনার পাশাপাশি শিল্পকর্মে বাধা সৃষ্টি করেনি। সবকিছুতেই সে পাশে পায় মা’কে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সম্মানিত এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে শুভজিৎ। ছবি আঁকার পাশাপাশি ফুটবল খেলা এবং শরীরচর্চা পছন্দ করে সে। তবে আগামীতে চায় ছবি আঁকা নিয়ে পড়াশুনা করতে। আঁকা ছবি পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে সে। ছেলের এই সাফল্যে গর্বিত তার বাবা-মা’ও।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 2:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: চারকোল থেকে টেরাকোটা, সব শিল্পকর্মেই সিদ্ধহস্ত নবম শ্রেণির পড়ুয়া