Kali Puja Fair: কালীপুজোর মেলায় কোটি টাকার বিকিকিনি!
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
নাম নেই সংঘের কালীপুজো ব্যাপক জনপ্রিয়। তবে পুজো শুধু নয়, এখানকার পুজো উপলক্ষে বসা মেলাও অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘ সময় ধরে এই মেলাতে ভিড় জমান বহু সংখ্যক মানুষ
কোচবিহার: জেলার সীমান্ত লাগোয়া মহকুমা শহর দিনহাটা। এখানকার নাম নেই সংঘের কালীপুজো ব্যাপক জনপ্রিয়। তবে পুজো শুধু নয়, এখানকার পুজো উপলক্ষে বসা মেলাও অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘ সময় ধরে এই মেলাতে ভিড় জমান বহু সংখ্যক মানুষ। শুধু কোচবিহারের মানুষরাই নয়, বাইরেরও প্রচুর মানুষ ভিড় জমান এই মেলায়। সারাটা বছর ধরে এই পুজো ও মেলার জন্য অপেক্ষায় থাকেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। মহকুমা শহরের এই মেলায় ভিড় জমান বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা। জেলার পাশাপশি নানা প্রান্তের ব্যবসায়ীরা এই মেলায় আসেন তাঁদের পসরা নিয়ে। কালীপুজোর দিন থেকে শুরু করে এই মেলা চলে টানা ১৫ দিন। প্রায় কোটি টাকার বেচাকেনা হয়।
পুজো কমিটির সহ-সম্পাদক বিমানচন্দ্র রায় জানান, দীর্ঘ সময় ধরে তাঁদের পুজোর প্রতি যেমন সাধারণ মানুষের আগ্রহ থাকে। ঠিক তেমনই এই মেলার প্রতিও বহু মানুষের আগ্রহ রয়েছে। বহু ব্যবসায়ীরা এই মেলায় আসবেন বলে আগে থেকেই যোগাযোগ শুরু করেন। পুজোর দিন থেকেই ব্যবসায়ীরা তাঁদের পসরা নিয়ে বসে যান মেলার মধ্যে। এই বছরেও সেই নিয়মের অন্যথা হয়নি। পুজোর দিন সকাল থেকেই ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক তোড়জোড় ছিল দোকান দেওয়ার। পাশাপাশি পুজো দেখতে আসা দর্শনার্থীরাও মেলায় ঢুকে যথেষ্ট কেনাকাটা করেছেন। ব্যবসায়ীরা প্রতি বছর বেশ ভাল মুনাফা করে থাকেন এই মেলা থেকে। এবারেও তাঁদের সকলের সেই আশা রয়েছে।
advertisement
advertisement
দিনহাটা শহরের বাসিন্দা সৌপ্তিক রায় জানান, ছোট বেলা থেকেই তাঁর এই মেলার প্রতি আলাদা একটা আগ্রহ আছে। মেলার শুরুর দিন থেকেই পরিবারের সদস্যদের নিয়ে এই মেলায় আসেন। মেলায় খাবারের দোকান দেওয়া ব্যবসায়ী অর্চনা সরকার জানান, বেশ অনেকটা সময় ধরে তিনি এই মেলায় দোকান নিয়ে আসেন। এখানে যথেষ্ট ভাল বেচাকেনা হয়। দীর্ঘ সময় পরেও এই মেলার জৌলুস বিন্দুমাত্র কমেনি। উল্টে এই মেলা ঘিরে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2023 2:30 PM IST






