Kali Puja 2023: কালীপুজোর সন্ধেয় পাটকাঠির আগুনে ইঞ্জল-পিঞ্জল! এই লোক উৎসব কী জানেন?

Last Updated:

অশুভ শক্তিকে পরিবার থেকে দূরে রাখতে কালীপুজোর সন্ধেয় পাটকাঠি জ্বালিয়ে পালিত হল ইঞ্জল-পিঞ্জল উৎসব

+
title=

বাঁকুড়া: কালীপুজোর সন্ধেয় শুরু হয় ইঞ্জল-পিঞ্জল। দীর্ঘদিনের এই প্রথা রবিবার সন্ধেয় বাঁকুড়ার পাড়ায় পাড়ায় গেল। বাড়ির সামনে বাচ্চা থেকে বড় সকলে মিলে পোড়াচ্ছে প্যাকাটি বা পাটকাঠি। সঙ্গে আওড়াচ্ছে কবিতা- ‘ইঞ্জলরে পিঞ্জলরে/ আমাদের বাড়ির মশাগুলো বাইরের দিকে যা।’
এই ইঞ্জল-পিঞ্জল পালনের জন্য কালীপুজোর আগে থেকেই বাঁকুড়ার মানুষ কিনে রাখে পাটকাঠি। তারপর সন্ধে নামলেই শুরু হয় পাটকাঠি পোড়ানো। ইঞ্জল পিঞ্জলের তাৎপর্য দুরকম। প্রথমত, স্থানীয়দের বিশ্বাস এর মাধ্যমে অশুভশক্তি দূরে থাকে। দ্বিতীয়ত, লোকসংস্কৃতির গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এলাকায় কৃষি কাজ নিয়ে বহুলোক সংস্কৃতি চালু আছে। সেই লোক সংস্কৃতিগুলির অংশ ইঞ্জল-পিঞ্জল।
advertisement
advertisement
গ্রামের পাশাপাশি ধীরে ধীরে জেলার শহরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ইঞ্জল-পিঞ্জল। শহরের পাঠকপাড়ার বাসিন্দা উজ্জ্বল ভট্টাচার্য ছোটবেলায় এভাবে পাটকাঠি জ্বালাতেন। সেই সংস্কৃতি ধরে রাখতে নিজের পুত্রকেও শেখাচ্ছেন ইঞ্জল পিঞ্জলের রীতি নীতি। এইভাবেই বংশ পরম্পরায় বেঁচে রয়েছে প্রাচীন এই উৎসব। তবে ইঞ্জল-পিঞ্জল ঘিরে আগে যেমন উন্মাদনা ছিল এখন তা অনেকটাই কমেছে।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: কালীপুজোর সন্ধেয় পাটকাঠির আগুনে ইঞ্জল-পিঞ্জল! এই লোক উৎসব কী জানেন?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement