Kali Puja 2023: কালীপুজোর সন্ধেয় পাটকাঠির আগুনে ইঞ্জল-পিঞ্জল! এই লোক উৎসব কী জানেন?
- Reported by:NILANJAN BANERJEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অশুভ শক্তিকে পরিবার থেকে দূরে রাখতে কালীপুজোর সন্ধেয় পাটকাঠি জ্বালিয়ে পালিত হল ইঞ্জল-পিঞ্জল উৎসব
বাঁকুড়া: কালীপুজোর সন্ধেয় শুরু হয় ইঞ্জল-পিঞ্জল। দীর্ঘদিনের এই প্রথা রবিবার সন্ধেয় বাঁকুড়ার পাড়ায় পাড়ায় গেল। বাড়ির সামনে বাচ্চা থেকে বড় সকলে মিলে পোড়াচ্ছে প্যাকাটি বা পাটকাঠি। সঙ্গে আওড়াচ্ছে কবিতা- ‘ইঞ্জলরে পিঞ্জলরে/ আমাদের বাড়ির মশাগুলো বাইরের দিকে যা।’
এই ইঞ্জল-পিঞ্জল পালনের জন্য কালীপুজোর আগে থেকেই বাঁকুড়ার মানুষ কিনে রাখে পাটকাঠি। তারপর সন্ধে নামলেই শুরু হয় পাটকাঠি পোড়ানো। ইঞ্জল পিঞ্জলের তাৎপর্য দুরকম। প্রথমত, স্থানীয়দের বিশ্বাস এর মাধ্যমে অশুভশক্তি দূরে থাকে। দ্বিতীয়ত, লোকসংস্কৃতির গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এলাকায় কৃষি কাজ নিয়ে বহুলোক সংস্কৃতি চালু আছে। সেই লোক সংস্কৃতিগুলির অংশ ইঞ্জল-পিঞ্জল।
advertisement
advertisement
গ্রামের পাশাপাশি ধীরে ধীরে জেলার শহরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ইঞ্জল-পিঞ্জল। শহরের পাঠকপাড়ার বাসিন্দা উজ্জ্বল ভট্টাচার্য ছোটবেলায় এভাবে পাটকাঠি জ্বালাতেন। সেই সংস্কৃতি ধরে রাখতে নিজের পুত্রকেও শেখাচ্ছেন ইঞ্জল পিঞ্জলের রীতি নীতি। এইভাবেই বংশ পরম্পরায় বেঁচে রয়েছে প্রাচীন এই উৎসব। তবে ইঞ্জল-পিঞ্জল ঘিরে আগে যেমন উন্মাদনা ছিল এখন তা অনেকটাই কমেছে।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2023 1:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: কালীপুজোর সন্ধেয় পাটকাঠির আগুনে ইঞ্জল-পিঞ্জল! এই লোক উৎসব কী জানেন?






