আরও পড়ুন: শিক্ষক সঙ্কট! পড়াশোনা বন্ধের জোগাড় মৌসুনি কো-অপারেটিভ স্কুলে
বৃহস্পতিবার বিকেলে, বজ্রাঘাতে গুরুতর জখম হন একাধিক জন। মৃত্যু হয় শালবনী ব্লকের অন্তর্গত কাশিজোড়া অঞ্চলের মশরু গ্রামে সাবিত্রী মাহাতের। এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মুখ্যমন্ত্রী আসার আগে, শুক্রবার সকালে তার বাড়িতে হাজির হলেন প্রশাসনিক আধিকারিকেরা। রাজ্য সরকারের উদ্যোগে মৃত ওই মহিলার পরিবারের হাতে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। শুধু তাই নয় পাঁচজন আহতের পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয় এদিন।
advertisement
আরও পড়ুন: কেমন আছে মুর্শিদাবাদ? সামশেরগঞ্জের মানিক ও সানাউলের গল্প শুনলে চোখে জল আসবে!
শুক্রবার সকালে মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা , শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ , কর্মাধ্যক্ষ সুব্রত সানি, গৌতম বেরা, সমষ্টি উন্নয়ন আধিকারিক রোমান মন্ডল ও অন্যান্য আধিকারিকেরা উপস্থিত হন তাদের বাড়িতে। সাহায্য করে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে।
প্রসঙ্গত সোমবার এবং মঙ্গলবার জেলায় থাকবেন মুখ্যমন্ত্রী শালবনিতেই বিশেষ সভা করার কথা রয়েছে তার তার আগেই শালবনিতে বিপর্যয়। ঝড়ো হাওয়া এবং বজ্রাঘাতে মৃত্যু হয় এক মহিলার আহত বেশ কয়েকজন। অন্যদিকে খড়গপুরে ইট ভাটায় কাজের সময় বজ্রাঘাতে মৃত্যু হয় পিংলার বাসিন্দা চন্দন ঘাঁটার। তাদের বাড়িতেও এই দিন উপস্থিত হয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। তুলে দেওয়া হয় সাহায্য।
রঞ্জন চন্দ