অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইআইটি খড়্গপুরে তরফে। ইতিমধ্যেই প্রতিষ্ঠানের তরফে অফিশিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে প্রযুক্তিবিদ্যার এই প্রাচীনতম প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আইআইটি খড়্গপুরে অস্থায়ী ভিত্তিতে বিশেষ এক প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওয়েবসাইটে। জানানো হয়েছে, এই বিশেষ পদে আবেদনের জন্য লাগবেনা কাজের দক্ষতা।
advertisement
আরও পড়ুন: মুখে কথা নেই, থালায় খাবার সাজানো… জেলে কী অবস্থা আরজি করের ধর্ষক-খুনি সঞ্জয়ের? চমকে যাবেন জানলে
মাইক্রোওয়েভ টিউব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের অর্থপুষ্টে Design of a high power high gain fan beam antenna(GBA) এই প্রকল্পে কাজের জন্য একজন জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
আরও পড়ুন: বাংলাদেশের বিজিবি-কে ইঞ্চিতে-ইঞ্চিতে জবাব ভারতের, চরম হুঁশিয়ারি বিএসএফ-এর! ছিঁড়ে খাবে ‘ম্যাক্স’
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করতে হবে। শুধু তাই নয়, কম্পিউটারে দক্ষতা থাকা বাঞ্ছনীয়। কম্পিউটারের টাইপ স্পিড এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল-সহ কম্পিউটার অফিস এপ্লিকেশন বিষয়ের উপর ধারণা থাকতে হবে। মহিলা আবেদনকারী বাদ দিয়ে সকল আবেদনকারীকে ১০০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। বয়সসীমা হতে হবে ৫৮ এর মধ্যে। প্রতিমাসে সাম্মানিক বেতন বাবদ ১৫ হাজার টাকা দেওয়া হবে।
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য। আবেদনের জন্য প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিজ্ঞপ্তির পাশেই অনলাইনে আবেদন জানানোর লিংক রয়েছে।
রঞ্জন চন্দ