India Bangladesh Relation: বাংলাদেশের বিজিবি-কে ইঞ্চিতে-ইঞ্চিতে জবাব ভারতের, চরম হুঁশিয়ারি বিএসএফ-এর! ছিঁড়ে খাবে 'ম্যাক্স'

Last Updated:
India Bangladesh Relation: এবার এমনই ব্যবস্থা করল বিএসএফ যে, সীমান্তে কাঁটাতার পেরোলেই জেনে যাবেন জওয়ানেরা। এ বার থেকে ম্যাক্স পাহারা দেবে নদিয়া ও উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে।
1/8
বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে। এই বঙ্গের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চলছে বিএসএফের পক্ষ থেকে।
বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে। এই বঙ্গের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চলছে বিএসএফের পক্ষ থেকে।
advertisement
2/8
এবার এমনই ব্যবস্থা করল বিএসএফ যে, সীমান্তে কাঁটাতার পেরোলেই জেনে যাবেন জওয়ানেরা।
এবার এমনই ব্যবস্থা করল বিএসএফ যে, সীমান্তে কাঁটাতার পেরোলেই জেনে যাবেন জওয়ানেরা।
advertisement
3/8
বিশেষ ভাবে প্রশিক্ষিত ২১ বছর বয়সি জার্মান ম্যালিনোইস প্রজাতির 'ম্যাক্স' (জার্মান শেফার্ড) এ বার থেকে পাহারা দেবে নদিয়া ও উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে। (প্রতীকী ছবি)
বিশেষ ভাবে প্রশিক্ষিত ২১ বছর বয়সি জার্মান ম্যালিনোইস প্রজাতির 'ম্যাক্স' (জার্মান শেফার্ড) এ বার থেকে পাহারা দেবে নদিয়া ও উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে। (প্রতীকী ছবি)
advertisement
4/8
বিএসএফ সূত্রে খবর, তার দেখভালের জন্য আনা হয়েছে এক বিশেষ প্রশিক্ষককেও। এ ছাড়াও জিরো লাইনসে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফিঙ্গার প্রিন্টিং ও বায়োমেট্রিক্স ব্যবস্থা।
বিএসএফ সূত্রে খবর, তার দেখভালের জন্য আনা হয়েছে এক বিশেষ প্রশিক্ষককেও। এ ছাড়াও জিরো লাইনসে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফিঙ্গার প্রিন্টিং ও বায়োমেট্রিক্স ব্যবস্থা।
advertisement
5/8
আধার কার্ডের সঙ্গে হাতের বুড়ো আঙুলের ছাপ মিললে তবেই যাওয়ার অনুমতি মিলবে সীমান্তের ও পারে যাওয়ার।
আধার কার্ডের সঙ্গে হাতের বুড়ো আঙুলের ছাপ মিললে তবেই যাওয়ার অনুমতি মিলবে সীমান্তের ও পারে যাওয়ার।
advertisement
6/8
এ ছাড়াও নাইটভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফারেড ক্যামেরা। থাকছে ‘স্পার্কলিং এলার্ম’ও।
এ ছাড়াও নাইটভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফারেড ক্যামেরা। থাকছে ‘স্পার্কলিং এলার্ম’ও।
advertisement
7/8
বিএসএফ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার ১০২ নম্বর ব্যাটেলিয়ান ও নদিয়ার ৮৪ নম্বর ব্যাটেলিয়ানে সীমান্ত সুরক্ষার জন্য ব্যবহার করা হবে বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিন।
বিএসএফ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার ১০২ নম্বর ব্যাটেলিয়ান ও নদিয়ার ৮৪ নম্বর ব্যাটেলিয়ানে সীমান্ত সুরক্ষার জন্য ব্যবহার করা হবে বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিন।
advertisement
8/8
বিএসএফের ডিআইজি দক্ষিণবঙ্গ এনকে পাণ্ডে বলেন, ''সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাঁটাতারবিহীন এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে।''
বিএসএফের ডিআইজি দক্ষিণবঙ্গ এনকে পাণ্ডে বলেন, ''সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাঁটাতারবিহীন এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে।''
advertisement
advertisement
advertisement