বিএসএফের ডিআইজি তরুণ কুমার গৌতম জানিয়েছেন, গোয়েন্দা সূত্র মারফত তারা খবর পান, রঘুনাথগঞ্জের ১১৫নং ব্যাটেলিয়নের অন্তর্গত ইন্ডিয়া বিওপি এলাকা দিয়ে সোনা পাচারের চেষ্টা করা হবে। তৎক্ষণাৎ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিশেষ দল পাঠান। অন্য জওয়ানদেরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন ওপি পয়েন্টে শুরু হয় চিরুনি তল্লাশি।
advertisement
সন্দেহ হলে রঘুনাথগঞ্জ থানার বিওপি বয়রাঘাট এলাকায় এক বাইক চালককে আটক করে বিএসএফ। যদিও পরিস্থিতি বেগতিক দেখেই যুবক বাইক ফেলে চম্পট দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১২টি সোনার বিস্কুট। এছাড়াও বাইক থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
কী কারণে এত পরিমাণ সোনার বিস্কুট নিয়ে আসা হয়েছিল, তার তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ। সোনা ও বাইক সহ নগদ অর্থ কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ। বিএসএফের আধিকারিকরা জানিয়েছেন, চোরাচালান রুখতে বিএসএফ বদ্ধপরিকর। সীমান্তের বাসিন্দাদের সোনা পাচার সংক্রান্ত যে কোনও তথ্য বিএসএফের ‘সীমা সাথী’ হেল্পলাইনে জানাতে অনুরোধ করা হয়েছে।
—– কৌশিক অধিকারী