Hotel: বাংলাদেশিদের হোটেলে ঘর নয়, রেস্তোরাঁয় খাবারও নয়! ভারতের এক রাজ্যে বিরাট সিদ্ধান্ত! মাথায় হাত বাংলাদেশিদের, কোন রাজ্য জানেন? চমকে যাবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Hotel: সোমবার ত্রিপুরার এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে।
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় এক রাজ্যের কোনও হোটেলে বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না। তাঁদের কোনও পরিষেবাও দেওয়া হবে না। অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে। সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে। সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দু’দিন আগে আগরতলা থেকে কলকাতামুখী একটি বাসে হামলা চালানোর অভিযোগ ওঠে বাংলাদেশে। জানা যায়, বেসরকারি সংস্থা শ্যামলী পরিবহণের এই বাসটিতে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক। অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই ধাক্কা মারা হয়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বিশ্ব রোডের ব্রাহ্মণবেড়িয়াতে। আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা।
advertisement
তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করে ত্রিপুরা সরকার। রাজ্যের পরিবহণমন্ত্রী সুশীল চৌধুরী বলেন, ‘ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় আক্রান্ত হয় শ্যামলী পরিবহণের এই বাসটি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক। ইচ্ছাকৃতভাবে সামনে চলে আসে একটি অটো।’