Migrant Worker: পেটের দায়ে ভিনরাজ্যে গিয়ে মর্মান্তিক পরিণতি! তামিলনাড়ুতে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু, অথৈ জলে পরিবার
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Migrant Worker: জানা গিয়েছে, প্রায় এক মাস আগে পরিবারের আর্থিক সংকট মেটাতে নির্মাণ শ্রমিকের কাজ করতে অন্য শ্রমিকদের সঙ্গে তামিলনাড়ু যান শুকুর। শুক্রবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
সামশেরগঞ্জ, তন্ময় মন্ডলঃ ফের ভিনরাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু, সামসেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, রুজিরুটির টানে ভিনরাজ্যে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়। তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারান মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের মধ্য চাচন্ড গ্রামের শুকুর আলী মীর (৪০)।
জানা গিয়েছে, প্রায় এক মাস আগে পরিবারের আর্থিক সংকট মেটাতে নির্মাণ শ্রমিকের কাজ করতে অন্য শ্রমিকদের সঙ্গে তামিলনাড়ু যান শুকুর। কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। সেই খবর বাড়িতে পৌঁছতেই পরিবার ও মধ্য চাচন্ড গ্রামে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন শুকুর আলী মীর। স্ত্রী, ছোট ছোট সন্তানদের ভবিষ্যত এখন অনিশ্চিত।
advertisement
আরও পড়ুনঃ রাত পোহালেই ছট পুজো! ৪ দিনের মহাপর্বে কোন দিন কী পালন হয়? জানুন দিনক্ষণ, মহরত ও রীতি, কোন লগ্নে পুজো সারলে পুণ্যলাভ?
এদিকে ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পরিবারের কাছে পৌঁছন চাচন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন, গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি রাকিব হোসেন, সমাজকর্মী কাদিরুল ইসলাম। ইতিমধ্যেই দেহ ফিরিয়ে আনার জন্য সমাজকর্মী কাদিরুল ইসলাম তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দ্রুত কীভাবে দেহ বাড়ি নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যুর খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাচন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন জানান, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নির্দেশে তৃণমূলের প্রতিনিধি দল এখানে উপস্থিত হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করে কথা বললাম। আমরা পরিবারের পাশে আছি। সব রকমের সহযোগিতা করব। এই পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, সেই জন্য সেই শুকুর আলী মীরের দেহ বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
October 24, 2025 3:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Worker: পেটের দায়ে ভিনরাজ্যে গিয়ে মর্মান্তিক পরিণতি! তামিলনাড়ুতে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু, অথৈ জলে পরিবার

