আরও পড়ুন: কুলতলির পর আবার নতুন করে বাঘের আতঙ্ক ছড়াল জি-প্লটে
সুন্দরবনের অসংখ্য নদী-নালার মধ্যে বেশ উল্লেখযোগ্য হল গোমর নদী। পাখিরালয়ে থাকা মানে এই নদী আপনার সর্বক্ষণের সঙ্গী। নদীর ওপারে সজনেখালি। ওয়াচটাওয়ারে বসে জন্তুজানোয়ার চোখে পড়তে পারে। হরিণ, বন্য শুয়োর, বাঁদর বা সাপ প্রায়ই বেরিয়ে আসে জঙ্গলের সবুজ ভেদ করে। কপাল খুব ভালো হলে বাঘেরও দেখা মিলতে পারে।
advertisement
আরও পড়ুন: মাত্র ১৫০ টাকা খরচ! এই শীতেই ঘুরে আসুন গঙ্গাসাগর…ছুটি কাটানো থেকে তীর্থ দর্শন! কাটবে দারুণ
সজনেখালিতে রয়েছে একটি প্রদর্শনীকেন্দ্র। সুন্দরবন সম্পর্কিত বহু তথ্য সমৃদ্ধ এই প্রদর্শনী দেখে নিতে পারেন। গোসাবা দ্বীপে রয়েে হ্যামিলটন সাহেবের বাংলো। তাঁকেই এই অঞ্চলের উন্নয়নের পুরোধা বলা হয়। বাংলোটিতে একসময় পা দিয়েিলেন স্বযং রবীন্দ্রনাথও। একটা সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য শীতকালই আদর্শ সময়।
কীভাবে যাবেন
ট্রেনে বা গাড়িতে ক্যানিং। মাতলা নদী পেরিয়ে বাসন্তীর ডকঘাট। মাতলা নদীর উপরে সেতু দিয়ে পায়ে হেঁটেও যাওয়া যায়। ওপারে গেলে গদখালি যাওয়ার যানবাহন পাবেন। ধর্মতলা থেকে বাসেও গদখালি যাওয়া যায়। তারপর নদী পেরোলেই গোসাবা বাজার।
কোথায় থাকবেন
জেলা পরিষদের ডাকবাংলো আছে। বনদফতরের সাথে যোগাযোগ করে বুকিং করা যেতে পারে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাহলে আর দেরি কিসে! উইক এন্ডের ছোট ছুটিতে গন্তব্য হোক সুন্দরবনের পাখিরালয়।
সুমন সাহা