বাঁধাধরা ডিউটি তাঁর পছন্দ নয়। সকাল দশটায় অফিস যাওয়া, বিকেলে বাড়িতে ফেরা, এমন এক চেনা ছন্দে থাকতে চায়নি পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা ঈপ্সিতা কর। হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে চাকরি পেলেও সেই চাকরি ছেড়ে দিয়ে এসে ছবি আঁকা এবং হাতের কাজকেই বেছে নিয়েছেন তিনি।
ছোটবেলার শখ এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে প্রতিদিন। যেমন ফেলে দেওয়া বোতলে কাগজ কিংবা টিস্যু পেপার জড়িয়ে তার উপর রং করে ফুটিয়ে তুলছে বিভিন্ন ধরনের শো-পিস। এছাড়াও ফেলে দেওয়া স্টিলের ঘটিকে রং করে নতুনত্ব দিয়েছে সে, মাটির সরার উপর এঁকেছে নানান ছবি। মুরাল আর্ট থেকে ক্লে গয়না বাড়িতেই বানিয়ে তুলেছেন তিনি।
advertisement
ছোটবেলা থেকেই আঁকার প্রতি শখ। পরবর্তীতে পেশা হিসাবে আঁকাকেই বেছে নিয়েছেন তিনি। তাঁর হাতের রং তুলি ছোঁয়ায় যেন প্রতিটি ছবি প্রাণবন্ত হয়ে ওঠে। ইতিমধ্যেই প্রায় কুড়িরও বেশি ধরনের শো-পিস রয়েছে তাঁর কাছে। এছাড়াও গ্রাহকদের চাহিদা মতো বানিয়ে দিচ্ছেন বিভিন্ন জিনিস। একদিকে যেমন ফেলে দেওয়া কিংবা ভেঙে যাওয়া নানান জিনিসকে নতুন রূপ দিচ্ছেন, তেমনই তার নিত্য নতুন জিনিস তৈরি সকলের কাছে পছন্দের হয়ে উঠছে।
কর্পোরেট চাকরি ছেড়ে নিজেই কিছু করার ভাবনা নিয়ে ছবি আঁকাকেই বেছে নিয়েছেন এই যুবতী। তাঁর এই শিল্পের প্রতি অনুরাগ এবং ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ