সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। চুঁচুড়া সুকান্তনগর অনুকুল চন্দ্র হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র হয়েছে। স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও অভিভাবকদের জন্য চা-জলের ব্যবস্থা করা হয়। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র ঘুরে ব্যবস্থাপনা দেখেন। দলের কর্মিদের নির্দেশ দেন অভিভাবকদের যাতে অসুবিধা না হয় সেটা দেখতে। আজ প্রথম দিনে ঘুগনি খাওয়ানো হয় অভিভাবকদের।
advertisement
ইলিশ…! ভুলেই যেতে হবে এ বছর? পদ্মার ‘ইলিশ’ আসা বন্ধ হয়ে গেল ভারতে, বাংলাদেশ এ কী করল!
কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিষ চক্রবর্তী বলেন, “যতক্ষন পরীক্ষা চলবে অভিভাবকরা অপেক্ষা করবেন। তাদের জন্য বসার জায়গা যেমন করা হয়েছে। তেমনি এক-এক দিন এক-একরকম খাওয়া দেওয়া হবে। ঘুগনি, চাউমিন, লুচি, শেষ দিনে থাকবে চিকেন বিরিয়ানি। প্রায় একশ আশি জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সুকান্তনগর স্কুলে। দেড়শজন মতো অভিভাবকের জন্য আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে খুশি অভিভাবকরা।”
রাহী হালদার