TRENDING:

বন্যার হাত থেকে 'শাপমুক্তি' এবার ঘাটালের দোরগড়ায়, তড়তড় করে এগিয়ে যাচ্ছে কাজ! আবার নতুন কী হল, জানুন

Last Updated:

Ghatal Master Plan : আরও একধাপ এগিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, ঘাটাল পৌর এলাকায় তৈরি হবে দুটি পাম্প হাউস। পাম্প হাউসের জায়গা দেখে দ্রুত কাজ শুরু হবে জানালেন সেচ দফতরের আধিকারিকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: আরও একধাপ এগিয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। ঘাটাল পৌর এলাকায় তৈরি হবে দুটি পাম্প হাউস। পাম্প হাউসের জায়গা দেখে দ্রুত কাজ শুরু হবে জানালেন সেচ দফতরের আধিকারিকেরা। ইতিমধ্যেই শিলাবতী নদী ও শোলাটপার খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে বেশ কয়েকটি নদী এবং খাল সংস্কারের কাজ খুব দ্রুতই শুরু হবে।
advertisement

৫০০ কোটি টাকা রাজ্য বাজেটে বরাদ্দের পর জোর কদমে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ। রাজ্য সরকার এককভাবে খরচ করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। ২০২৮ সালের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে বলে প্রশাসনের দাবি।

আরও পড়ুন : জগদ্ধাত্রী পুজোয় চমক দিতে প্রস্তুত পুরুলিয়াও, ১৪ ফুটের প্রতিমা দেখলে তাকিয়ে থাকবেন! এখানে বিসর্জন আরও স্পেশাল

advertisement

সোমবার ঘাটাল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় পম্প হাউস তৈরির জায়গা দেখতে যান জেলা ও মহকুমা সেচ  দফতরের আধিকারিক সহ ঘাটালের মহকুমা শাসক। ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দলুই। উল্লেখ্য, ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড বর্ষায় প্লাবিত হয়ে থাকে। ঘাটাল পৌরসভার ১ থেকে ১২টি ওয়ার্ডকে বাঁচাতে দুটি পাম্প হাউজ নির্মাণের সিদ্ধান্ত নেয় সেচ দফতর।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিষ্ঠিত হওয়াই লক্ষ্য মৌমিতার, বক্সিং রিং তাঁর সব থেকে ভালবাসার জায়গা
আরও দেখুন

ঘাটাল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় দুটি পাম্প হাউজ নির্মাণ করে ঘাটাল পৌর এলাকাকে বন্যার হাত থেকে বাঁচানো হবে। প্রায় ২৫ কোটি টাকা খরচ করে ঘাটাল পৌর এলাকায় দুটি পাম্প হাউস নির্মাণের কাজ হবে। বন্যার কারণে থমকে গিয়েছিল মাস্টার প্ল্যানের কাজ। পুজো শেষ হতেই জোর কদমে শুরু হয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়নের কাজ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্যার হাত থেকে 'শাপমুক্তি' এবার ঘাটালের দোরগড়ায়, তড়তড় করে এগিয়ে যাচ্ছে কাজ! আবার নতুন কী হল, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল