Jagadhatri Puja : জগদ্ধাত্রী পুজোয় চমক দিতে প্রস্তুত পুরুলিয়াও, ১৪ ফুটের প্রতিমা দেখলে তাকিয়ে থাকবেন! এখানে বিসর্জন আরও স্পেশাল
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Jagadhatri Puja : পুরুলিয়া জেলার অন্যতম ও বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে অন্যতম হল আদ্রার প্রগতি ক্লাবের জগদ্ধাত্রী পুজো। দীর্ঘ চার দশকের ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার অন্যতম ও বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম হল আদ্রার প্রগতি ক্লাবের জগদ্ধাত্রী পুজো। এবছর এই পুজো পদার্পণ করতে চলেছে ৪২ তম বর্ষে। দীর্ঘ চার দশকের ঐতিহ্য বহন করে চলা এই পুজো আজও স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু। বরাবরের মতই এবছরও এই পুজোতে থাকছে সাবেকিয়ানার ছোঁয়া।
পুজোর অন্যতম প্রধান আকর্ষণ, ১৪ ফুট উচ্চতার মহামায়া জগদ্ধাত্রী প্রতিমা, যা গড়ে উঠছে অসাধারণ শৈল্পিক নিপুণতায়। একইসঙ্গে ঐতিহ্যবাহী সাবেকিয়ানা মণ্ডপ নির্মাণের কাজও চলছে জোরকদমে, যেখানে প্রতিটি খুঁটিনাটি সাজান হচ্ছে গভীর যত্নে ও নান্দনিকতার ছোঁয়ায়।এবারের পুজোর মোট বাজেট প্রায় ৬ লক্ষ টাকা।
advertisement
advertisement
যা পুরুলিয়া জেলার অন্যতম বৃহৎ জগদ্ধাত্রী পুজো হিসেবে প্রগতি ক্লাবের নামকে আরও উজ্জ্বল করেছে। পুজোর আরেক বিশেষ আকর্ষণ হল প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। নজর কাড়া বর্ণাঢ্য আলোকসজ্জা, ঢাকের তালে তালে উচ্ছ্বাসে ভরপুর এই শোভাযাত্রা দেখতে প্রতিবছর হাজারও মানুষ ভিড় জমান রেলশহর আদ্রায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায় এই নিরঞ্জনের শোভাযাত্রায় নবদ্বীপ থেকে আনা হয় বিশেষ দল, যাদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে নিরঞ্জনের শোভাযাত্রা। পুজোর দিনগুলিতে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাবেকিয়ানার আবহে প্রগতি ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে এক উৎসবমুখর মিলনক্ষেত্র। যেখানে ঐতিহ্য, শিল্প আর আনন্দের মেলবন্ধনে জেগে ওঠে মহামায়ার মহিমা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 28, 2025 3:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja : জগদ্ধাত্রী পুজোয় চমক দিতে প্রস্তুত পুরুলিয়াও, ১৪ ফুটের প্রতিমা দেখলে তাকিয়ে থাকবেন! এখানে বিসর্জন আরও স্পেশাল
