ডুবে যায় রাস্তাঘাট, ডুবে যায় ঘরবাড়ি, এমনকি স্কুল পর্যন্ত জলে ডুবে থাকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যায় বিস্তীর্ণ এলাকা জলে ডুবে থাকার কারণে ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজ যাতায়াতের প্রচণ্ড সমস্যা হয়। তবে প্রতিবছর ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন একপ্রকার যেন যুদ্ধ করে কাটায় এই সময়টা। আপনার আমার প্রতি বাড়িতে যেমন সাইকেল, মোটরসাইকেল থাকে, তেমনই ঘাটালের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকার মানুষের বাড়িতে থাকে ডিঙি কিংবা ছোটো নৌকো। ইতালির ভেনিস শহরে যেভাবে মানুষ জলযান ব্যবহার করে থাকেন তাদের দৈনন্দিন কাজের জন্য, ঘাটালেও তেমনটা দেখা যায় বর্ষায়।
advertisement
আরও পড়ুন: ভারী বৃষ্টি, ফুঁসছে কাঁসাই, ভাঙছে নদী, উৎকণ্ঠা মেদিনীপুরে! দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি
আর এতেই তাদের যাতায়াত দোকান বাজার স্কুল যাওয়া কলেজ যাওয়া চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য যাতায়াত, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে একমাত্র এই ডিঙি নৌকায় ভরসা। ঘাটালে বন্যার সঙ্গে যুদ্ধ করতে যেন এই ডিঙি নৌকায় অস্ত্র আর এই ডিঙ্গি নৌকা নিয়েই ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন বন্যার সঙ্গে যুদ্ধ করে আর এই যুদ্ধতে জয় হয় বন্যা কবলিত এলাকার মানুষজনের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন্যা কবলিত এলাকার মানুষজনেরা শত কষ্ট বাধা-বিপত্তি কাটিয়ে ডিঙ্গি নৌকা নিয়ে একাধিক প্রয়োজনীয় কাজ সারে। বন্যার সময় পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ডিঙ্গি নৌকায় যেন ঘাটালবাসীর কাছে বড় অস্ত্র।
মিজানুর রহমান