West Medinipur News: ভারী বৃষ্টি, ফুঁসছে কাঁসাই, ভাঙছে নদী, উৎকণ্ঠা মেদিনীপুরে! দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি

Last Updated:

West Medinipur News: ফুলেফেঁপে উঠেছে কংসাবতী নদী, নদীর প্রবল স্রোতে ভেঙে গিয়েছে নদীর পাড়, চরম উৎকণ্ঠে দিন কাটছে নদী পাড়ের মানুষজনের।

+
ভাঙছে

ভাঙছে নদী

পশ্চিম মেদিনীপুর: চলতি মরশুমে টানা বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক উঁচু এলাকায় নাগাড়ে বৃষ্টির কারণে জল ছাড়া হয়েছে মুকুটমণিপুর জলাধার থেকে। স্বাভাবিকভাবে এই বর্ষায় এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কংসাবতী নদী। দুকূল জলে টইটম্বুর। কংসাবতীর জল বাড়ায় ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নদীর দু’পাড়ের মানুষের মধ্যে। নদীর করাল স্রোতে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি। স্বাভাবিকভাবে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। নদী তীরবর্তী এলাকার একাধিক চাষের জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে। আগামীতে নদীতে তলিয়ে যেতে পারে বাড়িঘর। দুশ্চিন্তায় সাধারণ মানুষ।
একসময় শান্তশিষ্ট হিসেবে প্রবাহিত হয় কংসাবতী বা কাঁসাই নদী। তবে চলতি মরশুমে নাগাড়ে বৃষ্টির কারণে এবং জলাধার থেকে জল ছাড়ার কারণে ফুলেফেঁপে উঠেছে কংসাবতী। আর তাতে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি। মাথায় হাত কৃষকদের। ইতিমধ্যেই, নদীর পাড়ে থাকা ফলের বাগানের গাছ কেটে সরিয়ে ফেলছেন সাধারণ মানুষ। ঘটনাটি মেদিনীপুর সদরের মনিদহ এলাকায়। ভেঙে চলেছে নদীর একটি পাড়। স্বাভাবিকভাবে চরম উৎকণ্ঠায় দিন কাটছে সকলের।
advertisement
advertisement
স্থানীয়রা জানাচ্ছেন, গত ১০ দিন ধরেই নদী ভর্তি ছিল। শনিবার থেকে জলস্তর বৃদ্ধি পায়। সোমবারও মুকুটমনি জলাধার থেকে জল ছাড়া হয়েছে। এরপরই নদীর তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কৃষি জমি। প্রতিদিনই নদীর পাড় ভেঙেই চলেছে। নদীর পাড়েই বিভিন্ন ফসলের জমি চলে যাচ্ছে নদীগর্ভে। অনেককে দেখা গিয়েছে, কখনও থেকে ফসল সরিয়ে নিতে, আবার নদীর পাড়ে থাকা ফলের বাগান থেকে গাছ কেটে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন। তাদের দাবি, নদীতে চলে যাচ্ছে সমস্ত কিছু। কিছু গাছ আছে ঘরে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কেটে নিতে হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সদর ব্লকের মনিদহ, ফরিদচক সহ বিভিন্ন এলাকায় এইভাবে নদীর পাড় ভাঙার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ইতিমধ্যে বেশ কয়েক বিঘা কৃষি জমি নদীর জলে চলে গিয়েছে। পাকাপোক্তভাবে নদীর পাড় বাঁধানো না হলে আগামী দিনে ঘরবাড়ির কাছাকাছি চলে আসবে কংসাবতী নদী। কৃষি জমি তলিয়ে যাওয়ায় আগামী দিনে সংসার চালাবেন কীভাবে চিন্তা কৃষকদের।
advertisement
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ভারী বৃষ্টি, ফুঁসছে কাঁসাই, ভাঙছে নদী, উৎকণ্ঠা মেদিনীপুরে! দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement