West Medinipur News: রাফালে, মিগ-২১, কাপড়ের দোকানে এসব কী...! কাপড় কিনতে এসে থমকে যান ক্রেতারা, দেখতে আসেন পাড়া-প্রতিবেশীরাও

Last Updated:

West Medinipur News: কখনও বাড়িতে, আবার কখনও তার দোকানেই চলে তার এই সখের কাজ। কাঠকে বিভিন্ন রূপে এনে, কখনও যুদ্ধবিমান, কখনও আবার কামান বানিয়ে তাক লাগিয়েছেন তিনি। 

+
লক্ষ্মণ

লক্ষ্মণ বিশুই 

পশ্চিম মেদিনীপুর: রাফালে, মিগ-২১ থেকে একাধিক যুদ্ধবিমান। সারি দিয়ে সাজান এই যুদ্ধ বিমানগুলো। রয়েছে কামান, বন্দুক সহ যুদ্ধের নানা সরঞ্জাম। দেখে মনে হতে পারে শত্রু পক্ষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি। এটা কোনও এয়ার বেসের ছবি নয়, এগুলি সব এক ব্যক্তির প্রতিভা। দেখে আসল মনে হলেও প্রত্যেকটি ড্যামি। নিখুঁতভাবে কাঠ দিয়ে বানান বিভিন্ন যুদ্ধবিমান, কামান, বন্দুকের ডেমো। দোকান সামলে যা করেন কাপড় ব্যবসায়ী, তার প্রতিভা অবাক করবে আপনাকে। দেখলে মনে হবে যুদ্ধ পরিস্থিতিতে সারি দিয়ে সাজান একাধিক যুদ্ধবিমান।
পেশাগতভাবে তিনি একজন কাপড় ব্যবসায়ী। ছোট থেকেই তার শখ ছিল একজন ভাস্কর্য শিল্পী হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটান। তবে পরিস্থিতি তাকে সঙ্গ দেয়নি। কালের নিয়মে সংসার চালাতে তাকে কাপড়ের দোকান দিতে হয়েছে। তবে দোকানে খদ্দের না থাকলে যা করেন এই কাপড় ব্যবসায়ী জানলে অবাক হবেন। দোকানে কাজের অবসরে তিনি তৈরি করেন একাধিক যুদ্ধবিমান। যা দেখতে ছোট হলেও হুবহু একই রকম। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ঠাকুরবাড়ি বাজার এলাকার বাসিন্দা লক্ষ্মণ বিশুই। একসময় কাঠের কাজ করতেন লক্ষ্মণ বাবু। তবে বর্তমানে তিনি একটি কাপড় দোকান চালান। তবে নিজেদের দোকান সামলে অবসর সময়ে তিনি কাঠ দিয়ে বানিয়ে ফেলেন যুদ্ধবিমান।
advertisement
advertisement
কখনও বাড়িতে, আবার কখনও তার দোকানেই চলে তার এই সখের কাজ। কাঠকে বিভিন্ন রূপে এনে, কখনও যুদ্ধবিমান, কখনও আবার কামান বানিয়ে তাক লাগিয়েছেন তিনি। দোকানে বসেই কাঠ দিয়ে একের পর এক বানিয়ে চলেছেন যুদ্ধবিমান, বায়ুসেনা হেলিকপ্টার, বোফর্স কামান সহ নানা জিনিস। এছাড়া রয়েছে চন্দ্রযান তিন এর রেপ্লিকা। বাড়িতে রয়েছে ঢেঁকি, নৌকোর ছোট্ট রূপ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজের কাপড়ের দোকানের সামনে সাজিয়ে রাখেন তার হাতে বানান এই সকল জিনিসগুলো। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কচিকাঁচারা কিংবা বিভিন্ন মানুষজন চাক্ষুস করেন লক্ষ্মণ বাবুর হাতের তৈরি এই যুদ্ধবিমান। হাত দিয়ে পরখ করে দেখে শিল্পীর কাজকে। এলাকার মানুষ লক্ষ্মণ বাবুর এই কাজের ভূয়সী প্রশংসা করেন। অনেকের কাছেই লক্ষ্মণ বাবুর এই দোকানটা যুদ্ধ বিমানের দোকান নামে বেশ পরিচিত। সুদক্ষ এই কারিগরী ভাবনা এবং উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ পাড়া-প্রতিবেশিরা।
advertisement
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: রাফালে, মিগ-২১, কাপড়ের দোকানে এসব কী...! কাপড় কিনতে এসে থমকে যান ক্রেতারা, দেখতে আসেন পাড়া-প্রতিবেশীরাও
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement