Ghatal Flood: ব্যাক টু ব্যাক নিম্নচাপ...! হু হু করে বাড়ছে জল, বানভাসি ঘাটাল কাঁদাচ্ছে বাসিন্দাদের, রইল ভিডিও

Last Updated:

Ghatal Flood: প্রায় একসপ্তাহ হতে চলল জলমগ্ন ঘাটাল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে নদীগুলির জলস্তর নতুন করে বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক কবে হবে, জল যন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি, উত্তর নেই কারও কাছে।

+
জলমগ্ন

জলমগ্ন ঘাটাল

ঘাটাল: দুর্যোগ ও দুর্ভোগ, দুটোই পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। প্রায় একসপ্তাহ হতে চলল জলমগ্ন ঘাটাল। দুর্যোগপূর্ণ আবহাওয়া সঙ্গে নদীগুলির জলস্তর নতুন করে বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক কবে হবে, জল যন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি, উত্তর নেই কারও কাছে। প্রায় একসপ্তাহ হতে চলল এখনও জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল। টানা বৃষ্টির জেরে ঘাটালে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ঘাটালের বেশ কিছু পুর ও গ্রাম পঞ্চায়েত এলাকা। এখনও প্লাবিত ঘাটাল পৌরসভার ১৩ টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। ডুবে রয়েছে রাস্তাঘাট, স্কুল, রাজ্যসড়ক। জল পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াতে ভরসা একমাত্র ডিঙি ও নৌকা।
ঘাটালে প্লাবিত এলাকায় জল বাড়ছে ধীরগতিতে, নদীগুলির জলস্তরও বাড়ছে। ফলে চরম ভোগান্তি ও দুঃশ্চিন্তায় বানভাসি ঘাটাল। পরিস্থিতি মোকাবিলায় মেদিনীপুর প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় চলছে মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ শিবির, জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জল সরবরাহ করছে ঘাটাল পুরসভা। প্লাবিত পুর ও গ্রাম পঞ্চায়েত এলাকায় দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ঘাটাল পৌরসভা ও ঘাটাল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। জরুরি প্রয়োজনে প্লাবিত এলাকা থেকে উদ্ধারকার্যের জন্য ঘাটালে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশের সিভিল ডিফেন্স।এককথায় ঘাটালে বন্যা মোকাবিলায় সজাগ রয়েছে ঘাটাল মহকুমা প্রশাসন। তবে টানা কয়েকদিন ধরে জলবন্দি রয়েছে ঘাটাল, আর কতদিন এই জলযন্ত্রণা সহ্য করতে হবে প্রশ্ন বানভাসি ঘাটালের।
advertisement
advertisement
এসবের মাঝে নতুন করে আবহাওয়ার পরিবর্তন, নিম্নচাপের জেরে ভারি বৃষ্টিতে আরও দুর্ভোগ বাড়বে এবং বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় প্লাবিত এলাকার বাসিন্দারা। গত দু’দিন টানা বৃষ্টির জেরে জল বাড়ছে চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীতেও। বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে, নদীর জল আরও বাড়লে ভাঁঙা বাঁধ দিয়ে সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় চন্দ্রকোনার নদীতীর এলাকার বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে চন্দ্রকোনায় বন্যা পরিস্থিতি না হলেও ঘাটাল বাদেও প্লাবিত দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত সহ বেশকিছু এলাকা, জল বাড়ছে দাসপুরের নদীতেও। চলতি বর্ষার একমাসও হয়নি তারই মাঝে পরপর তিনটি বন্যার সম্মুখীন ঘাটালবাসী। কৃষি কাজ থেকে জনজীবন বিপর্যস্ত প্লাবিত এলাকায়, পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে সকলে।
advertisement
মিজানুর রহমান
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Flood: ব্যাক টু ব্যাক নিম্নচাপ...! হু হু করে বাড়ছে জল, বানভাসি ঘাটাল কাঁদাচ্ছে বাসিন্দাদের, রইল ভিডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement