ফের জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি। ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আড়গোড়া চাতাল এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর প্রায় হাঁটু সমান বন্যার জল। সেই জল পেরিয়ে চলছে যাতায়াত। সবে মিলে চরম দুর্ভোগে ঘাটালবাসী। ভুক্তোভোগী সাধারণ মানুষ। চলতি বছর একবারও ফসল ঘরে তোলা হয়নি কৃষকদের। ফসলে টান পড়ছে আসতে আসতে।
advertisement
আরও পড়ুন : নামিদামি হোটেল ফেল! রাস্তার দোকানে সস্তায় পুষ্টিকর ‘এই’ রুটি কাঁপাচ্ছে বাজার! মাত্র ২০ টাকাতেই ভর্তি পেট
ফসল নষ্ট হওয়ার কারণে বাজারে আগুন দর। কৃষকদেরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ঘাটালে বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান না হলে সারাবছরই বন্যা বিপর্যস্ত হয়ে কাটাতে হবে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষা বিদায় নিতে পারে এবার। আবহাওয়ার উন্নতি হলে বিপর্যয় মোকাবিলা করা সম্ভবপর হয়ে উঠবে। যদিও সবমিলিয়ে বর্তমানে চরম দুর্ভোগে ঘাটালবাসী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘাটালের মানুষের যাতায়াত বলতেই এখন শুধু ডিঙি নৌকা। কেননা বছরের বেশিরভাগ সময়েই বন্যা প্লাবিত থাকার ফলে ডিঙি নৌকাতেই যাতায়াত করতে হচ্ছে। তবে সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছে কবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন, সেই আশায়। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে মানুষকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে।