শিলাবতী, ঝুমি দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। কিন্তু নতুন করে তৈরি করা হয়নি শৌচালয়। পৌরসভাকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ উঠে এসেছে আমজনতার মুখে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কলেজ মোড়, ঘাটালের কোন্নগর এলাকা, কলেজ মোড় বাস স্ট্যান্ড ঘাটালের প্রাণকেন্দ্র। গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডের দুই ধারে সারি সারি দোকান রয়েছে। তাছাড়াও কলেজ কিংবা আদালত যেখানেই যান, এই বাসস্ট্যান্ডেই নামতে হয় পড়ুয়া থেকে নিত্যযাত্রীদের।এ ছাড়াও বিভিন্ন দূর পাল্লার রূটের গাড়ি ছাড়ে এই বাসস্ট্যান্ড থেকে ।
advertisement
আরও পড়ুন : সাত দিনের প্রশিক্ষণেই কেল্লাফতে! কচুরিপানার এই শিল্প দেখে তাক লেগে যাবে
ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষের অভিযোগ, বারবার পৌরসভা কে জানিয়েও কোনও কাজ হয়নি। সবথেকে বেশি সমস্যায় পড়েন মহিলা যাত্রী থেকে ব্যবসায়ীরা। ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা জানান, রাজ্য সড়ক সম্প্রসারণ করার সময় ভেঙে দেওয়া হয়েছে শৌচালয়। পাশে একটি অস্থায়ী শৌচালয় তৈরি করা হয়েছে। তবে সেটি ব্যবহার করতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে খুব। তাই দ্রুত শৌচালয় তৈরি করে দেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপেক্ষা করে ইতিমধ্যেই কেটে গিয়েছে দু’বছর। তবে সর্বসমক্ষে দেওয়া প্রতিশ্রুতি হয়ত বিফলে যাবে না। সেরকমই আশাবাদী ঘাটালবাসী। এখন দেখার মানুষের চাহিদাকে মান্যতা দিয়ে কত দ্রুত শৌচালয়ে ব্যবস্থা করে পৌর প্রশাসন।