জানা গিয়েছে, লালবাগ মহকুমা রেজিষ্ট্রি অফিসের পাশে একটি জলের ট্যাঙ্ক ছিল। PHE-র জায়গায় অবস্থিত সেই ট্যাঙ্ক ভাঙার কাজ করছিল কিছু শ্রমিক। ভাঙার পরে জেসিপি মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময়ে ক্লোরোনিন গ্যাস সিলিন্ডার ফেটে লিক করতে থাকে। ধোঁয়াতে ঢেকে যায় এলাকা। পুড়ে যায় গাছ, অসুস্থ হয়ে পড়ে জীবজন্তু।
আরও পড়ুন: গভীর রাতে মিলছে দেখা, হরিণঘাটায় ঘুরছে বাঘ? আতঙ্কে কাঁটা এলাকাবাসী!
advertisement
ধোঁয়ার অসুস্থ হওয়ার ফলে প্রায় ১৪জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় ১৪জনকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য। অন্যদিকে একজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে লালবাগ মহকুমা হাসপাতালে পৌছায় মুর্শিদাবাদ পৌরসভার ভাইস চেয়ারম্যান মেহিদী আলম মির্জা।
আগেই ঢুকে পড়ছে বর্ষা? ভাসবে গোটা বাংলা! হাওয়া অফিসের বড় আপডেট
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালবাগ দমকলের একটি ইঞ্জিন। দমকল বিভাগের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।