Monsoon 2022 in West Bengal: আগেই ঢুকে পড়ছে বর্ষা? ভাসবে গোটা বাংলা! হাওয়া অফিসের বড় আপডেট

Last Updated:
Monsoon 2022 in West Bengal: গত পাঁচ বছরের হিসেব ধরলে এত আগে মৌসুমী বায়ু এর আগে আসেনি। ভারতের মূল ভূখণ্ড কেরলে আসার হিসেবে যদি আমরা ধরি, তাহলে গত পাঁচ বছরে একমাত্র ২০১৮ সালের ২৯ মে ঢুকে পড়েছিল বর্ষা।
1/6
বর্ষামঙ্গল এবার একটু আগেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেলে এবার আন্দামান থেকে কেরল মৌসুমী বায়ু ঢুকছে নির্ধারিত দিনের আগেই। দেশে আগাম এলেও বাংলায় কি বর্ষা আগেভাগেই ঢুকে পড়বে? আপাতত সে দিকেই নজর আবহাওয়াবিদদের। গত পাঁচ বছরের হিসেব ধরলে এত আগে মৌসুমী বায়ু এর আগে আসেনি। ভারতের মূল ভূখণ্ড কেরলে আসার হিসেবে যদি আমরা ধরি, তাহলে গত পাঁচ বছরে একমাত্র ২০১৮ সালের ২৯ মে ঢুকে পড়েছিল বর্ষা। ২০১৭ থেকে ২০২১-   এই ৫ বছরে সেটাই ছিল রেকর্ড। এবার আবহাওয়া দফতরের অনুমান মিলে গেলে সত্যি ২৭ মে যদি কেরলে ঢোকে মৌসুমী বায়ু, তাহলে গত পাঁচ বছরের মধ্যে সেটা রেকর্ড হবে।
বর্ষামঙ্গল এবার একটু আগেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেলে এবার আন্দামান থেকে কেরল মৌসুমী বায়ু ঢুকছে নির্ধারিত দিনের আগেই। দেশে আগাম এলেও বাংলায় কি বর্ষা আগেভাগেই ঢুকে পড়বে? আপাতত সে দিকেই নজর আবহাওয়াবিদদের। গত পাঁচ বছরের হিসেব ধরলে এত আগে মৌসুমী বায়ু এর আগে আসেনি। ভারতের মূল ভূখণ্ড কেরলে আসার হিসেবে যদি আমরা ধরি, তাহলে গত পাঁচ বছরে একমাত্র ২০১৮ সালের ২৯ মে ঢুকে পড়েছিল বর্ষা। ২০১৭ থেকে ২০২১- এই ৫ বছরে সেটাই ছিল রেকর্ড। এবার আবহাওয়া দফতরের অনুমান মিলে গেলে সত্যি ২৭ মে যদি কেরলে ঢোকে মৌসুমী বায়ু, তাহলে গত পাঁচ বছরের মধ্যে সেটা রেকর্ড হবে।
advertisement
2/6
এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দফতরের পূর্বাভাস গত পাঁচ বছরে কতটা মিলেছে। অন্তত কেরলে বর্ষার আগমন বার্তা দেওয়ার ক্ষেত্রে। আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দেয় সেই দিনের চারদিন আগে বা পরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকলে সেটাকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কেরলে বর্ষা প্রবেশের সাধারণ দিন বা নির্ধারিত তারিখ ১ জুন। ২০১৭ সালে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, ৩০ মে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরলে প্রবেশ করবে। সেই বছর একেবারে ৩০ মে-তেই বর্ষা ঢুকেছিল কেরলে। পরের বছর ২০১৮ সালেও আবহাওয়া দফতরের ভবিষ্যৎবাণী মেনেই ২৯ মে কেরলে প্রবেশ করে বর্ষা।
এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দফতরের পূর্বাভাস গত পাঁচ বছরে কতটা মিলেছে। অন্তত কেরলে বর্ষার আগমন বার্তা দেওয়ার ক্ষেত্রে। আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দেয় সেই দিনের চারদিন আগে বা পরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকলে সেটাকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কেরলে বর্ষা প্রবেশের সাধারণ দিন বা নির্ধারিত তারিখ ১ জুন। ২০১৭ সালে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, ৩০ মে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরলে প্রবেশ করবে। সেই বছর একেবারে ৩০ মে-তেই বর্ষা ঢুকেছিল কেরলে। পরের বছর ২০১৮ সালেও আবহাওয়া দফতরের ভবিষ্যৎবাণী মেনেই ২৯ মে কেরলে প্রবেশ করে বর্ষা।
advertisement
3/6
কিন্তু ২০১৯ সালে আবহাওয়া দফতর ৮ জুন বর্ষা ঢুকবে বলে জানালেও মৌসুমী বায়ু তার দুদিন আগে ৬ জুন ঢুকে পড়ে কেরলে। একইভাবে ২০২০ সালে আবহাওয়া দফতর ভবিষ্যৎবাণী করেছিল ১ জুন নির্ধারিত সময়ে বর্ষা ঢুকবে। কিন্তু বর্ষা অনেকটা দেরি করে ৫ জুন কেরলে ঢোকে। ২০২১ সালেও ভবিষ্যৎবাণী মেলেনি আবহাওয়া দফতরের। সেবার ৩ জুন ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগেভাগেই ৩১ মে ঢুকে পড়ে কেরলে। এবারও নির্ধারিত দিন ১ জুনের অনেক আগেই ২৭ মে কেরলে বর্ষা ঢুকবে বলে ভবিষ্যৎবাণী আবহাওয়া দফতরের।
কিন্তু ২০১৯ সালে আবহাওয়া দফতর ৮ জুন বর্ষা ঢুকবে বলে জানালেও মৌসুমী বায়ু তার দুদিন আগে ৬ জুন ঢুকে পড়ে কেরলে। একইভাবে ২০২০ সালে আবহাওয়া দফতর ভবিষ্যৎবাণী করেছিল ১ জুন নির্ধারিত সময়ে বর্ষা ঢুকবে। কিন্তু বর্ষা অনেকটা দেরি করে ৫ জুন কেরলে ঢোকে। ২০২১ সালেও ভবিষ্যৎবাণী মেলেনি আবহাওয়া দফতরের। সেবার ৩ জুন ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগেভাগেই ৩১ মে ঢুকে পড়ে কেরলে। এবারও নির্ধারিত দিন ১ জুনের অনেক আগেই ২৭ মে কেরলে বর্ষা ঢুকবে বলে ভবিষ্যৎবাণী আবহাওয়া দফতরের।
advertisement
4/6
আজ রবিবার ১৫ মে আন্দামান সাগরে  ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মানেই বর্ষার আগমনী বার্তা। শুরুটা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দিয়ে। এরপর ভারতের মূল ভূখণ্ডের কেরলে প্রবেশ করে বর্ষা। তারপর দক্ষিণ ভারতের কিছু রাজ্য হয়ে আবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়ে মৌসুমী বায়ু। ধীরে ধীরে দক্ষিণ ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত পেরিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আন্দামানে প্রবেশ থেকে শুরু করে সারা ভারতবর্ষে এই মৌসুমী বায়ুর যাত্রাপথ প্রায় দুই মাসের।
আজ রবিবার ১৫ মে আন্দামান সাগরে ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মানেই বর্ষার আগমনী বার্তা। শুরুটা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দিয়ে। এরপর ভারতের মূল ভূখণ্ডের কেরলে প্রবেশ করে বর্ষা। তারপর দক্ষিণ ভারতের কিছু রাজ্য হয়ে আবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়ে মৌসুমী বায়ু। ধীরে ধীরে দক্ষিণ ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত পেরিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আন্দামানে প্রবেশ থেকে শুরু করে সারা ভারতবর্ষে এই মৌসুমী বায়ুর যাত্রাপথ প্রায় দুই মাসের।
advertisement
5/6
আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি নির্ধারিত দিন ঠিক করে বিভিন্ন জায়গায় মৌসুমী বায়ু পৌঁছনোর জন্য। সেই হিসেব অনুযায়ী আবহাওয়া দফতরের ক্যালেন্ডারে আন্দামানে মৌসুমী বায়ুর দ্বারা নির্ধারিত দিন ২২ মে। এরপর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু পৌঁছনোর দিন নির্ধারিত ১ জুন। সারা দেশে ৮ জুলাইয়ের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার কথা। বাংলায় উত্তরবঙ্গে আগে বর্ষা প্রবেশ করে। ৭ জুন প্রথম জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করবে বলে আন্দাজ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে ৮ জুনের মধ্যে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন। মৌসুমী বায়ু দ্বিতীয় সপ্তাহেই প্রবেশ করে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি নির্ধারিত দিন ঠিক করে বিভিন্ন জায়গায় মৌসুমী বায়ু পৌঁছনোর জন্য। সেই হিসেব অনুযায়ী আবহাওয়া দফতরের ক্যালেন্ডারে আন্দামানে মৌসুমী বায়ুর দ্বারা নির্ধারিত দিন ২২ মে। এরপর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু পৌঁছনোর দিন নির্ধারিত ১ জুন। সারা দেশে ৮ জুলাইয়ের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার কথা। বাংলায় উত্তরবঙ্গে আগে বর্ষা প্রবেশ করে। ৭ জুন প্রথম জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করবে বলে আন্দাজ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে ৮ জুনের মধ্যে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন। মৌসুমী বায়ু দ্বিতীয় সপ্তাহেই প্রবেশ করে দক্ষিণবঙ্গে।
advertisement
6/6
কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত দিনক্ষণ ১১ জুন। তবে অনেক বছর একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ বঙ্গে প্রবেশের রেকর্ড রয়েছে মৌসুমী বায়ুর। এবার ঠিক কবে বঙ্গে প্রবেশ করবে বর্ষা, সে দিকেই নজর আবহাওয়াবিদদের। এবার দেখে নেওয়া যাক, এ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে কবে বর্ষা প্রবেশ করবে। আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী, ভারতের রাজধানী দিল্লিতে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন ২৭ জুন। অন্যতম ধর্মস্থান পুরীতে বর্ষা প্রবেশ করবে ১৩ জুন আর বাণিজ্য রাজধানী মুম্বইতে মৌসুমী বায়ু প্রবেশ করবে ১১ জুন।
কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত দিনক্ষণ ১১ জুন। তবে অনেক বছর একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ বঙ্গে প্রবেশের রেকর্ড রয়েছে মৌসুমী বায়ুর। এবার ঠিক কবে বঙ্গে প্রবেশ করবে বর্ষা, সে দিকেই নজর আবহাওয়াবিদদের। এবার দেখে নেওয়া যাক, এ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে কবে বর্ষা প্রবেশ করবে। আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী, ভারতের রাজধানী দিল্লিতে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন ২৭ জুন। অন্যতম ধর্মস্থান পুরীতে বর্ষা প্রবেশ করবে ১৩ জুন আর বাণিজ্য রাজধানী মুম্বইতে মৌসুমী বায়ু প্রবেশ করবে ১১ জুন।
advertisement
advertisement
advertisement