Home /News /south-bengal /
Tiger: গভীর রাতে মিলছে দেখা, হরিণঘাটায় ঘুরছে বাঘ? আতঙ্কে কাঁটা এলাকাবাসী!

Tiger: গভীর রাতে মিলছে দেখা, হরিণঘাটায় ঘুরছে বাঘ? আতঙ্কে কাঁটা এলাকাবাসী!

হরিণঘাটায় বাঘের আতঙ্ক!

হরিণঘাটায় বাঘের আতঙ্ক!

Tiger: নদিয়া হরিণঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে বাঘের আতঙ্ক।

 • Share this:

  #হরিণঘাটা: বাঘের আতঙ্কে এলাকাবাসী, আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ স্থানীয় কাউন্সিলরের, খবর দেওয়া হয়েছে বন দফতরে। নদিয়া হরিণঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে বাঘের আতঙ্ক।

  স্থানীয়দের দাবি, গত দুদিন আগে বাঘের মতন এক পশুকে দেখতে পান স্থানীয়রা। গতকাল সেই জন্তু আবার দেখতে পান কয়েক জন। গত দুদিন ধরে সেই পশুর আতঙ্কে রাত কেটেছে বাসিন্দাদের।

  আরও পড়ুন: আগেই ঢুকে পড়ছে বর্ষা? ভাসবে গোটা বাংলা! হাওয়া অফিসের বড় আপডেট

  স্থানীয় কাউন্সিলরের দাবি, ওখানে জলাশয় আছে অনেক সময় অনেক জীবজন্তু মাছ খেতে আসে। বিষয়টি নিয়ে বন দফতরে যোগাযোগ করা হয়েছে। আতঙ্ক নয় সতর্ক থাকুন। বার্তা স্থানীয় কাউন্সিলরের। তবে, ওই এলাকায় বাঘের আসা নিয়ে সংশয়ে বন দফতর।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Nadia news, Tiger

  পরবর্তী খবর