TRENDING:

ঘুমের মধ্যে আচমকাই ফাটল গ্যাস সিলিন্ডার! বেঙ্গালুরুতে কাজে গিয়ে অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

Last Updated:

Gas Cylinder Explosion: মঙ্গলবার ভোর রাতে বেঙ্গালুরুতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতরভাবে জখম বাংলার ৭ পরিযায়ী শ্রমিক। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বহরমপুরের সাত যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: বেঙ্গালুরুতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতরভাবে আহত হলেন বাংলার ৭ পরিযায়ী শ্রমিক। প্রত্যেকের শরীরের প্রায় পুরোটাই আগুনে ঝলসে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বহরমপুরের ৭ পরিযায়ী শ্রমিক।
বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আহত মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিক
বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আহত মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিক
advertisement

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা থেকে কর্নাটকের বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিকেরা। এদিন হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তাঁরা সকলে বেঙ্গালুরু সিটি মার্কেটের কাছে একটি সরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আরও পড়ুনঃ ধানক্ষেতে বিবস্ত্র অবস্থায়…! কাছে যেতেই চোখ কপালে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই বিক্ষোভ, ঠিক কী ঘটেছে দেগঙ্গায়?

advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহত পরিযায়ী শ্রমিকদের নাম মিনারুল শেখ (৩৫), জিয়াবুর শেখ (৩৫), হাসান মন্ডল (৪২), তাজিবুর শেখ (৩১), নুরজামাল শেখ (২০), শাফিজুল শেখ (৩৫) এবং জাহিদ আলী (৩২)। আহত জাহিদ আলীর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার খিদিরপুর গ্রামে। বাকি ছ’জন পরিযায়ী শ্রমিকের বাড়ি বহরমপুর থানার রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ পীরতলা গ্রামে। পরিবার সূত্রে খবর, প্রায় দুই মাস আগে তারা বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন।

advertisement

View More

আরও পড়ুনঃ জলের তোড়ে পথ হারিয়ে দিশেহারা বাইসন শাবক, মাকে খুঁজতে রেললা‌ইনের উপর…! ময়নাগুড়িতে হৃদয়স্পর্শী দৃশ্য

এলাকার পঞ্চায়েত সদস্য খাইরুল শেখ বলেন, ‘পরিবারের লোকেদের ভাল রাখার জন্য একটু বেশি টাকা রোজগারের আশায় এই গ্রাম থেকে বহু যুবক বর্তমানে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। আমরা জানতে পেরেছি সাতজন পরিযায়ী শ্রমিক যখন ঘুমিয়ে ছিলেন সেই সময় একটি আগুন লাগার ঘটনা ঘটেছে এবং তাতেই সকলে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন’।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে হাসান মণ্ডল নামে পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছেন।

কীভাবে সিলিন্ডার বিস্ফোরণ?

সেরা ভিডিও

আরও দেখুন
শূন্য হাতে সঙ্গী শুধু মোবাইল ফোন, ১৬০০ কিমি যাত্রা নদিয়ার যুবকের! লক্ষ্যটা কী? জানুন
আরও দেখুন

মঙ্গলবার ভোর রাতে শ্রমিকদের ভাড়া করা ঘরে হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে ঘরে যায় ঘরে। জ্বলে ওঠে সমস্ত কিছু। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসেন। কোনমতে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এদিকে ঘটনার খবর ছড়াতেই হরিহরপাড়া ও বহরমপুরে শোকের ছায়া নেমে এসেছে। পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। বাড়িতে তৈরি হয়েছে শোকের পরিবেশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘুমের মধ্যে আচমকাই ফাটল গ্যাস সিলিন্ডার! বেঙ্গালুরুতে কাজে গিয়ে অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল