ধানক্ষেতে বিবস্ত্র অবস্থায়...! কাছে যেতেই চোখ কপালে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই বিক্ষোভ, ঠিক কী ঘটেছে দেগঙ্গায়?
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Deganga Stripped Body Recovered: দেগঙ্গায় ধানক্ষেত থেকে যুবকের বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার। খুন হওয়া যুবকের নাম শরিফুল ইসলাম। সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। মৃতের পরিবারের অভিযোগ, যুবককে অন্য কোথাও খুন করে ধানক্ষেতে দেহ ফেলে দেওয়া হয়েছে।
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার দেগঙ্গায়। পরনে ছিল না কোন পোশাক। বিবস্ত্র অবস্থায় দেগঙ্গার সোহাই শ্বেতপুরে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ছড়াল উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে ধরেই বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা।
মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহায় শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুর গ্রামে ধানক্ষেত থেকে ওই যুবকের রক্তাক্ত উলঙ্গ মৃতদেহ উদ্ধার হয়েছে। অন্য কোথাও খুন করে ধানক্ষেতে দেহ ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে এলাকার মানুষজন। জানা যাচ্ছে, খুন হওয়া যুবকের নাম শরিফুল ইসলাম। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেন রাতে। কিন্তু কোন খবর পাওয়া যায়নি। পরের দিন সকালে কয়েকজন বাচ্চা মাঠের ধারে খেলতে খেলতে উলঙ্গ দেহটি দেখতে পায়। তাঁরাই খবর দেহ গ্রামের লোকজনদের।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি থেকে পচা দুর্গন্ধ, ভিতরে ঢুকতেই চক্ষু ছানাবড়া! মেঝেতে পড়ে বৃদ্ধার ন*গ্ন দেহ, ষাটোর্ধ্ব মহিলার সঙ্গে শারীরিক…! চাঞ্চল্য
গ্রামবাসী ও মৃতের পরিবারের অভিযোগ, যুবককে খুন করে ধানক্ষেতে দেহ ফেলে দেওয়া হয়েছে। দেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তখন বিপুল সংখ্যক গ্রামবাসী জড়ো হয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। যুবকের খুনের সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 07, 2025 12:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধানক্ষেতে বিবস্ত্র অবস্থায়...! কাছে যেতেই চোখ কপালে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই বিক্ষোভ, ঠিক কী ঘটেছে দেগঙ্গায়?