এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ২১ টি জেটিতে ১০০ টি লঞ্চ ও ৩২ টি ভেসেলের ব্যবস্থা রয়েছে এবছর। কিন্তু লট এইট থেকে কচুবেড়িয়া পর্যন্ত একটি চ্যানেল তৈরি করায়। একসঙ্গে অনেক ভেসেল যাতায়াত করতে পারছেনা। সমস্যা এমন জায়গায় দাঁড়িয়েছে, যে মেলা চলাকালীন সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই।
advertisement
আরও পড়ুন: দিঘায় কে এলেন! জেলেদের মধ্যে তুমুল শোরগোল! সৈকত নগরী তোলপাড়
এদিকে কুয়াশার মধ্যে যাতায়াত করার জন্য বিদেশ থেকে এক ধরণের বিশেষ আলো নিয়ে আসা হয়েছে এবছর। কিন্তু জেলা প্রশাসনের এক কর্তার দাবি রাতে সেই আলো কাজ করলেও, দিনের বেলায় কুয়াশা হলে কিছু করার থাকছেনা।
আরও পড়ুন: তারাপীঠের কাছেই ভয়ঙ্কর কাণ্ড, শুধুই কান্নার রোল! খুব সাবধানে যাবেন
তবুও পূণ্যার্থীদের সঠিক পরিষেবা দিতে আমারা চেষ্টা করব। যদিও জেলা প্রশাসনের দাবি মেলায় সমস্ত রকম পরিষেবা ১০ তারিখ বিকালের পর থেকে শুরু হবে, ১১ তারিখ থেকে সমস্ত পরিষেবা ঠিকভাবে মিলবে। কোনও সমস্যা হবেনা বলে জানিয়েছেন তাঁরা।
—– নবাব মল্লিক