সোমবার দুপুর দুটো নাগাদ সাগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এই ব্রিজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। চার বছরের মধ্যে এই ব্রিজের কাজ শেষ করা হবে বলে আশ্বাস সরকারি সূত্রে। এদিন ভারত সেবাশ্রম ও কপিলমুনি মন্দির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতিও খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, মঙ্গলবার কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।
advertisement
প্রসঙ্গত, গঙ্গাসাগরে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের দাবি রাখতে চলেছে এই সেতু, এমনটাই খবর সরকারি সূত্রে। প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রস্তাবিত কংক্রিটের সেতুর আজ শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বাংলাদেশে ভারতের ‘১০,০০০ টাকা’ নিয়ে গেলে ‘কত’ টাকা দাঁড়াবে জানেন…? চমকাবেন শুনলেই!
প্রশাসন সূত্রে খবর, এই সেতুটি তৈরি হয়ে গেলে কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছোতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর করতে হবে না। মুড়িগঙ্গা নদী পারাপারের জটিলতা দূর হবে। ফলে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের স্থায়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে উঠবে। প্রশাসনের কর্তাদের মতে, এর ফলে গঙ্গাসাগর পর্যটনে এক নতুন দিগন্ত খুলে যাবে। এর ফলে দেশ-বিদেশের পর্যটকদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
