TRENDING:

দু'দিনের সফরে আজ গঙ্গাসাগরে মমতা, মুড়িগঙ্গার উপর ১৬৭০ কোটি টাকার সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Gangasagar Setu: দুদিনের সফরে আজ, সোমবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গা নদীর উপর ১৬৭০ কোটি টাকা মূল্যের ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুদিনের সফরে আজ, সোমবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গা নদীর উপর ১৬৭০ কোটি টাকা মূল্যের ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
গঙ্গাসাগরে দু'দিনের সফরে মমতা
গঙ্গাসাগরে দু'দিনের সফরে মমতা
advertisement

সোমবার দুপুর দুটো নাগাদ সাগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এই ব্রিজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। চার বছরের মধ্যে এই ব্রিজের কাজ শেষ করা হবে বলে আশ্বাস সরকারি সূত্রে। এদিন ভারত সেবাশ্রম ও কপিলমুনি মন্দির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতিও খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, মঙ্গলবার কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: গাঁদা গাছের মাটিতে মিশিয়ে দিন ‘দুই’ জিনিস…! কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে গাছ, গন্ধে ম ম করবে বাগান, ফুলের সুনামি নামবে!

advertisement

প্রসঙ্গত, গঙ্গাসাগরে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের দাবি রাখতে চলেছে এই সেতু, এমনটাই খবর সরকারি সূত্রে। প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রস্তাবিত কংক্রিটের সেতুর আজ শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশে ভারতের ‘১০,০০০ টাকা’ নিয়ে গেলে ‘কত’ টাকা দাঁড়াবে জানেন…? চমকাবেন শুনলেই!

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় শীত জমে ক্ষীর! কনকনে ঠান্ডায় মিলছে গরমাগরম রকমারি পিঠেপুলি, স্বাদ মিলছে এই উৎসবে
আরও দেখুন

প্রশাসন সূত্রে খবর, এই সেতুটি তৈরি হয়ে গেলে কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছোতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর করতে হবে না। মুড়িগঙ্গা নদী পারাপারের জটিলতা দূর হবে। ফলে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের স্থায়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে উঠবে। প্রশাসনের কর্তাদের মতে, এর ফলে গঙ্গাসাগর পর্যটনে এক নতুন দিগন্ত খুলে যাবে। এর ফলে দেশ-বিদেশের পর্যটকদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দু'দিনের সফরে আজ গঙ্গাসাগরে মমতা, মুড়িগঙ্গার উপর ১৬৭০ কোটি টাকার সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল