আরও পড়ুনঃ ছোট্ট এই বীজ ভিটামিনের পাওয়ার হাউস, এক চুটকিতে নিরাময় করবে হার্ট থেকে হাড়ের সব রোগ!
পরিবহন মন্ত্রী বলেন, এবার বাসের সংখ্যা বাড়িয়ে প্রতিদিন ২২৫০ টি করে বাস চলবে। ৩২ টি ভেসেল ১০০ টি লঞ্চ দেওয়া হয়েছে। গত বছর তিনটে বার্জ ছিল এবার সেটা দশটি করা হয়েছে। যাতে করে দুই আড়াই হাজার মানুষ পার হয়ে যাবে। ২১ টি জেটি করা হয়েছে। যেখান দিয়ে পারাপার করতে পারবে মানুষ। কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত আড়াইশো বাসকে পারমিশান দেওয়া হয়েছে। তারা ওই রুটে যাত্রী পরিবহন করবে।
advertisement
এয়ার অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারের মাধ্যমে কেউ অসুস্থ হলে তাদের রেসকিউ করে কলকাতার হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। গত বছর ১৩ জনকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছিল।যাত্রী পরিবহনের ক্ষেত্রে এবার আরও অনেক স্বাচ্ছন্দ পাবেন যাত্রীরা। বাবু ঘাট থেকে কচুবেড়িয়া সেখান থেকে মেলা এক টিকিটেই যাওয়ার ব্যবস্থা থাকছে। কুয়াশার সময় ভেসেল পারাপার করতে খুব সমস্যা হয়। এবার ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে ঘন কুয়াশাতে ও জলপথ পরিবহন চালু থাকে। মন্ত্রী আরো জানান , ইন্টারনেটেরও একটা সমস্যা থাকে। সরকার কথা বলছে বিভিন্ন টেলিকম নেটওয়ার্কের সাথে যাতে ইন্টারনেটটা ঠিক মতো কাজ করে।
রাহী হালদার